পরিকল্পনা অনুযায়ী, ' একাদশ পাঁচশালা পরিকল্পনা' কালে অর্থাত ২০০৮ সাল থেকে ২০১০ সাল পযর্ন্ত চীনে ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ তেল ও প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন স্থাপিত হবে।
সম্প্রতি চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস পাইপলাইন ব্যুরোরমহা পরিচালক সু সি ফেন সাংবাদিকদের এ কথা বলেছেন। জানা গেছে, বতর্মানে চীনে তেল ও প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনের মোট দৈর্ঘ্য ৪০ কিলোমিটার।
গত বছর চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস পাইপলাইন ব্যুরো ৮৪০ কোটি রেন মিন পি আয় করেছে। এ ব্যুরো চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মানের একমাত্র শিল্প-প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। এই ব্যুরোচীনের আশি শতাংশেরও বেশী পাইপলাইন এবং ৭৫ শতাংশেরও বেশী অশোধিত তেল সংরক্ষণাগার নির্মানের দায়িত্ব পালন করছে।
|