আফ্রিকার চারপক্ষীয় শীর্ষ সম্মেলনে সুতান ও চার্দের মধ্যেকার উত্তেজনাসংকুল সম্পর্ক মধ্যস্থতা করা হয়
cri
২২ ফেব্রুয়ারী লিবিয়ার একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, লিবিয়া, এরিক্রিয়া, চাদ এবং সুদান এ চারটি দেশের শীর্ষ সম্মেলন ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সুদান ও চাদের মধ্যেকার উত্তেজনাময় সম্পর্কের মধ্যস্থতা নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলন শেষে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুদান ও চাদ গত বছরের ফেব্রুয়ারীতে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে সার্বিকভাবে অনুসরণ করতে রাজি হয়েছে। চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি ইতনো সম্মেলনে বলেছেন, চাদ সুদানের সঙ্গে শান্তি চুক্তি কার্যকর করতে ইচ্ছুক।
|
|