v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-22 19:01:29    
২০০৮ সালের অলিম্পিক গেমসের পাল বাহিত নৌকা প্রতিযোগিতার জন্য ছিনতাওয়ের প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে(ছবি)

cri

    চীনের পূর্বাঞ্চলের উপকূলীয় শহর ছিনতাও হচ্ছে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর অন্যতম আয়োজক শহর। ২০০৮ সালের অলিম্পিক গেমসের পাল বাহিত নৌকার প্রতিযোগিতা এ শহরে অনুষ্ঠিত হবে। সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের পাল বাহিত নৌকা প্রতিযোগিতার ছিনতাও প্রস্তুতিমূলক কমিটির স্থায়ী ভাইস চেয়ারম্যান . ছিতাও শহরের ভাইস মেয়র মাদাম জেন এই মিন সাংবাদিকদের এ প্রতিযোগিতা সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেছেন। এথন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি প্রতিবেদন। ২০০৬ সালের প্রস্তুতিমূলক কাজের সারসংকলন করার সময় মাদাম জেন এই মিন মনে করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য এই যে, পাল বাহিত নৌকা প্রতিযোগিতা কেন্দ্র----ছিনডাও আন্তর্জাতিক পাল বাহিত নৌকা প্রতিযোগিতা কেন্দ্রের নির্মান কাজ সম্পূর্ণহয়েছে। তিনি বলেছেন, আমরা সাফল্যের সঙ্গেপাল বাহিত নৌকা প্রতিযোগিতার কেন্দ্র নির্মান করেছি। গত বছরের আগষ্ট মাসে এই কেন্দ্র পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এই কেন্দ্রআন্তর্জাতিক অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক পাল বাহিত নৌকা ইউনিয়ন এবং বিভিন্ন দেশের ক্রীড়াবিদ ও কোর্চদের প্রশংসা পেয়েছে।

তাঁরা মনে করেন এই কেন্দ্র বিশ্বের প্রথম শ্রেণীর। কেন্দ্র নির্মানে যে সব সামগ্রী ব্যবহার করা হয়েছে সে সব সামগ্রী সার্বিকভাবেদূষণমুক্ত সামগ্রী। এই কেন্দ্রের গুণগতমান যাচাই করার জন্য গত বছরের আগষ্ট মাসে ছিনতাও শহরে সাফল্যজনকভাবে প্রথম ' পেইচিং এর সৌভাগ্য' নামক ছিনতাও আন্তর্জাতিক পাল বাহিত নৌকা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সুতরাং এই প্রতিযোগিতা দেশী-বিদেশী তথ্যমাধ্যগুলোর আকর্ষণ সৃষ্টি করেছে। ৫০টিরও বেশী দেশ ও অঞ্চলের চাঁর শোরও বেশী ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। মাদাম জেন এই মিন এর মতে, এবারকার প্রতিযোগিতা ছিনতাও অলিম্পিক গেমসের পাল বাহিত নৌকা প্রতিযোগিতা আয়োজনের সার্মথ্যেরদিক সম্পর্কে ওপর সার্বিকভাবে পরীক্ষা-নীরিক্ষা করেছে। তিনি বলেছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা সঞ্চয় করেছি। পাল বাহিত নৌকা প্রতিযোগিতা কেন্দ্রের গুণগতমানও পরীক্ষা করা হয়েছে। উপরন্তু আমাদের নিরাপত্তা কাজ, স্বেচ্ছাসেবকদের সেবা এবং শহরের পরিবেশ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির ভূয়সী প্রশংসা পেয়েছে। মাদাম জেন এই মিন এ সম্পর্কে আরো বলেছেন, ২০০৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতিমূলক কাজের সুযোগ নিয়ে ছিনতাও শহরের অবকাঠামোর নির্মান কাজ জোরদার করা সহ এবং জনসাধারণের বসবাস ও জীবনযাপনের উন্নতপরিবেশ সৃষ্টিকরেছে। এর পাশাপাশি সারা শহরের নাগরিকদের মানও সার্বিকভাবে বেড়েছে। ২০০৭ সাল হচ্ছে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতিমূলক কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির নির্দেশ অনুযায়ী চলতি বছর ছিনতাও নতুন পরিকল্পনা উত্থাপন করেছে। মাডাম জেন এই মিন বলেছেন, চলতি বছরে আমাদের নিম্নোল্লেখিত কাজ করতে হবে। কেন্দ্রটির নির্মান কাজ আরও নিখুঁতভাবে সম্পূর্ণ করা , যাতে এই কেন্দ্র বিভিন্ন দিক থেকে অলিম্পিক গেমস আয়োজনের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। ক্রীড়াবিদ এবং সংবাদদাতাদের সুবিধা দেয়ার জন্য সংশ্লিত ব্যবস্থা নির্মান করা হবে। শহরে অলিম্পিক গেমসের পরিবেশ সৃষ্টি করা হবে। উপসংহারে ভাইস মেয়র জেন এই মিন বলেছেন, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮--এর পাল বাহিত নৌকা প্রতিযোগিতা যাতে সাফল্যজনকভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য ছিনডাও শহরের সংশ্লিষ্ট বিভাগ তার যথাসাধ্যপ্রচেষ্টা চালাবে। ২০০৭ সালের শেষ নাগাদ পাল বাহিত নৌকা প্রতিযোগিতার প্রস্তুতিমূলক কাজ সম্পূর্ণভাবে সম্পাদিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।