নাছাগিন বাগাবান্দি ১৯৫০ সালে জাবখান প্রদেশের ইয়ারু জেলার একটি পশুপালক পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাড হিমায়ন মাধ্যমিক পেশাদার স্কুল থেকে স্নাতকত্ব লাভ করেছেন। ১৯৮০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের ওডেসা খাদ্য কলেজ্ থেকেও স্নাতকত্ব লাভ করেছেন। ১৯৮৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত মস্কো সামাজিক বিজ্ঞান একাডেমি থেকে ভাইস-ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।
নাছাগিন বাগাবান্দি উলান বাটর শহরের উগ্র পানীয় ও অনুগ্র সুরাবিশেষ যৌথ শিল্পপ্রতিষ্ঠানে কারিগর ও ইন্জেনিয়ার নিযুক্ত হন। তিনি মঙ্গোলিয়ার গণ বিপ্লবি পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, কেন্দ্রীয় সম্পাদক, ভাইস-চেয়ারম্যান, চেয়ারম্যান ইত্যাদি পদে নিযুক্ত। ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি মঙ্গোলিয়ার জাতীয় সংসদের চেয়ারম্যান হন। ১৯৯৭ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০১ সালে তিনি আবার প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হন।
১৯৯৮ সালের ডিসেম্বর এবং ২০০৪ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট বাগাবান্দি চীনে রাষ্ট্রীয় সফর করেছেন।
|