v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-21 19:32:18    
চাওয়া পাওয়া ( ১০ ডিসেম্বর )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। পরের প্রায় বিশ মিনিটে আমরা সুন্দর সুন্দর গান শুনবো।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার রঘুনাথপুর গ্রামের মো: মকছুদুর রহমান ও মনোয়ারা বেগম আমাদের অনুষ্ঠানে জগন্ময় মিত্রের গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। এখন আমি আপনাদের অনুরোধ পূরণ করছি। একসঙ্গে জগন্ময় মিত্রের গাওয়া " ভালবাসা মোরে ভিখারী করেছে" নামে গানটি শুনবো।

    বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার মো: লিটু মিয়া তাঁর চিঠিতে লিখেছেন, আমি একটি ছবির গান শুনতে চাই। ছবির নাম "বেয়াদব"। প্রথম কলি "একি করিলি আমারে তুই প্রেম ভিক্ষারী বানাইলি"। প্রিয় বন্ধু, আমি খুব দুঃখিত। আপনার পছন্দের গানটি আমাদের হাতে নেই। তাই আমি আশা ভোষলের গাওয়া "ঘু ঘু চোখে"নামে আরেকটি ছবির গান শোনাচ্ছি। আশা করি সবাই পছন্দ করবেন।

    বাংলাদেশের বাগেরহাট জেলার সি আর আই লিসনার্স ক্লাবের সেক্রেটারী তুষার রায় রনি আমাদের অনুষ্ঠানে উত্পলা সেনের গাওয়া "ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটাতো ঘুরবেই"নামে গানটি শুনতে চেয়েছেন। কিন্তু গানটি আমাদের কাছে নেই। তাই উত্পলা সেনের গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম সপ্ত রঙের খেলা আকাশ পাড়ে।

    বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার ড্রিম ওয়েভ অডিয়েন্স ক্লাবের জেকে রাজু, কে রিবু, শেরআলী, সাইফুল, নওশের, শাহানা, শামীমা, রফিক, রাজীব, শিলকন, তৃপ্তি, প্রেমা, রাত্রী ও নদী আমাদের অনুষ্ঠানে সাগর সেন ও চিন্ময়ের কন্ঠে "তুমি সন্ধ্যার মেঘও মালা তুমি আমারও"নামে গানটি শুনতে চেয়েছেন। কিন্তু ওই দু'জনের কন্ঠে একসঙ্গে গাওয়া গানটি আমাদের কাছে নেই। তাই আমি চিন্ময়ের গাওয়া "তুমি সন্ধ্যার মেঘও মালা"নামে গানটি শোনাচ্ছি।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানে শেষ হলো। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। চিঠির খামে চাওয়া পাওয়া উল্লেখ করবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।