চীনের সরবরাহ ও কেনাকাটা পরিষদ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে চীনের বিভিন্ন বন্দরে পণ্য চলাচলের পরিমান ছিলো ৫.৬ বিলিয়ন টন। কন্টেইনার বিনিময়ের পরিমান ছিল প্রায় ৯৪ মিলিয়ন। এ দুটি কারণে চীনের বন্দর বর্তমানে পৃথিবীর প্রথম স্থানে রয়েছে।
জানা গেছে, গত বছর চীনের শাংহাই বন্দরের মাধ্যমে পণ্যদ্রব্যের চালাচলের পরিমান ৪৬.৫ কোটি টন এবং কন্টেইনার চলাচলের সংখ্যা ছিল ২.১৭১ কোটি। তা বিশ্বের প্রথম ও তৃতীয় স্থান লাভে সক্ষম হয়।
চীনের লোগিস্টিক্স ও কেনাকাটা পরিষদের পরিচালক লু চিয়াং বলেছেন, গত বছর চীনের সরবরাহ শিল্পের সুষ্ঠু উন্নয়ন হয়েছে। সরবরাহের উন্নয়ন স্থানীয় অর্থনীতি'র উপর ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
|