জর্ডান সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০ ফেব্রুয়ারী বলেছেন, ১৯ ফেব্রুয়ারী তিনি এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিত্সা রাইস ও ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মধ্যেকার ত্রিপক্ষীয় বৈঠকটি ছিল খুব দুরুহ এবং উত্তেজনাপূর্ণ। কিন্তু তা পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়নি।
আব্বাস এদিন জর্ডানের রাজা আব্দুল্লাহ দ্বিতীয় বিন আল-হুসেনের সঙ্গে বৈঠকের পর স্থানীয় তথ্য মাধ্যমকে দেয়া এক ভাষণে বলেছেন, ত্রিপক্ষীয় বৈঠক অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে এবং মতৈক্য হয়নি। তা সত্ত্বেও, তিনি শীঘ্রই ওলমার্টের সঙ্গে বৈঠক করবেন।
আব্বাস জোর দিয়ে বলেছেন, ৮ ফেব্রুয়ারী সৌদী আরবে ফিলিস্তিনের ফাতাহ এবং হামাসের প্রতিনিধিদের স্বাক্ষরিত মক্কা চুক্তির উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনের জাতীয় স্বার্থ ও জনগণের ঐক্য সুরক্ষা করা।
আব্বাস এবং রাইস ২০ ফেব্রুয়ারী জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে জর্ডানের রাজা আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন।
|