চীনের বার্তা সংস্থার ২১ ফেব্রুয়ারীর এক খবরে প্রকাশ , এ পর্যন্ত চীনের বেসরকারী বৈজ্ঞানিক ও কারিগরি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে । এসব প্রতিষ্ঠান ইতোমধ্যে চীনের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিবিদ্যার অগ্রগতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে ।
চীনের বেসরকারী বিজ্ঞান সংক্রান্ত শিল্পপতি সমিতি জানিয়েছে , চীনের বেসরকারী বৈজ্ঞানিক ও কারিগরি শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সংগে সংগে তাদের স্বাবলম্বী সৃজনশীল ক্ষমতা বেড়েই চলেছে । এসব প্রতিষ্ঠান ক্রমেই বিভিন্ন স্থানের নতুন ও হাইটেক উন্নয়ন এলাকাগুলোর প্রধান শক্তিতে পরিণত হয়েছে । সারা দেশের ৫৩টি জাতীয় পর্যায়ের নতুন ও হাইটেক উন্নয়ন এলাকার মধ্যে বেসরকারী বৈজ্ঞানিক শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা মোট সংখ্যার ৭০ শতাংশেরও বেশি ।
|