চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব উপলক্ষে চীনের বিভিন্ন স্থানে রংবেরংয়ের সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে এ উত্সবের আনন্দদায়ক পরিবেশকে বাড়িয়ে দিয়েছে । এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের অভিনয় অনুষ্ঠান , বিভিন্ন পার্কে আয়োজিত আমোদ-প্রমোদ অনুষ্ঠান , এবং চীনা হস্তলিপি ও চিত্রকলা প্রদর্শনী । এসব কার্যক্রম চীনের জনসাধারণের উত্সবের জীবনকে সমৃদ্ধ করে তুলেছে এবং তাদেরকে এনে দিয়েছে আনন্দ ।
চীনের রাজধানী পেইচিং এবং বৃহত্তম শহর শাংহাই ও কুয়াং চৌতে বসন্ত উত্সব উপলক্ষে আয়োজিত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এখন অনুষ্ঠিতরত । এ সময়ের মধ্যে সিম্পোজিয়াম , অপেরা ও নৃত্য নাট্য ও নাটক ঘন ঘন মঞ্চস্থ হয় । বসন্ত উত্সব চলাকালে শাংহাই ও কুয়াং চৌ প্রভৃতি স্থানে ইতালির মানটোভানি হাল্কা সংগীত দল এশিয়ায় তাদের ভ্রাম্যমান অভিনয় শুরু করেছে । গত ১৯ ফেব্রুয়ারী থেকে রুশ ব্যালে ও নৃত্য নাট্য থিয়েটার পেইচিংয়ের দর্শকদের জন্যে বেশ কিছু বিখ্যাত ব্যালে নাটক পরিবেশন করেছে । এসব অনুষ্ঠান চীনের জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং পেইচিং অপেরাও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ।
পেইচিং সংস্কৃতি ব্যুরোর উপপরিচালক মাদাম ওয়াং সু আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , এ বছর বসন্ত উত্সবের সময় শিল্পকলার নানা ক্ষেত্রের বহু বিখ্যাত অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময়ের মধ্যে সংগীত , নৃত্য , অপেরা ও দড়াবাজিসহ ২ শ'রও বেশি অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে । তিনি বলেছেন ,
বসন্ত উত্সবের সময় হচ্ছে পেইচিংয়ের নাট্য ও ছবির বাজারের এক ব্যস্ততম সময় । এবার আমাদের উদ্যোগে নানা বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করেছি । দেশ বিদেশের অনেক নতুন ছবি বিভিন্ন সিনেমায় দেখানো হচ্ছে এবং অনেক গ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্রেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
বসন্ত উত্সবের সময় দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়াং প্রদেশের রাজধানী ছেং তু শহরে বিভিন্ন ধরণের কার্যক্রমে স্থানীয় বৈশিষ্ট্য লক্ষ্য করার মত । গত ১৬ ফেব্রুয়ারী থেকে ছেং তুর বিভিন্ন দর্শনীয় স্থানে বিরাট আকারের আমোদ-প্রমোদ অনুষ্ঠানের মাধ্যমে শহরবাসী ও পর্যটকদের উত্সবের আমেজে জীবনকে সমৃদ্ধ করে তুলেছে । এ অনুষ্ঠানের সাংগঠনিক কমিটির একজন কর্মকর্তা মাদাম হো হোং ইং আমাদের সংবাদদাতাকে বলেছেন , গত কয়েক দিন ধরে প্রতিদিন হাজার হাজার লোক তাদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন । তিনি বলেছেন ,
বসন্ত উত্সবকে স্বাগত জানানোর জন্যে আমরা বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি । দড়াবাজি ও নাচগানসহ নানা ধরণের অনুষ্ঠান ছেং তুর স্থানীয় বৈশিষ্ট্যকে তুলে ধরেছে ।
এবারের বসন্ত উত্সব উপলক্ষে পেইচিংয়ের অনুষ্ঠানগুলোতে ২০০৮ সালের অলিম্পকের ওপর গুরুত্ব দিয়েছে । পেইচিং সংস্কৃতি ব্যুরোর একজন কর্মকর্তা রুয়ান ইউ লান আমাদের সংবাদদাতাকে বলেছেন ,
এ বছর পেইচিংয়ের বিভিন্ন পার্কে আয়োজিত আমোদ-প্রমোদ অনুষ্ঠানে পেইচিং অলিম্পকের বিষয়কে লক্ষ্যনীয়ভাবে তুলে ধরা হয়েছে । পেইচিংয়ের ছিয়াং তিয়ান আমোদ অনুষ্ঠান ও তা কুয়াং ইউয়ান আমোদ অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান অলিম্পকের ওপর ভিত্তি করে নিদর্শনমূলক সাজসজ্জা করা হয়েছে ।
রুয়াং ইউ লান বলেছেন , চীনের পিং অপেরা দল প্রভৃতি শিল্পী দল পেইচিংয়ের উপকন্ঠে গিয়ে কৃষকদের জন্যে চিত্তাকর্ষক অনুষ্ঠান পরিবেশন করেছে ।
|