রাইস , ওলমেরট ও আব্বাসের মধ্যে বৈঠক
cri
১৯ ফেব্রুয়ারী জেরুজালেমে মধ্য-প্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রীকন্ডোলিত্জা রাইস , ইসরাইলের প্রধান মন্ত্রী ওলমার্ট এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বৈঠকে কোন ইতিবাচক ফল অর্জিত হয়নি। বৈঠকের পর একটি ভাষণে রাইস বলেছেন, বৈঠকে ওলমার্ট ও আব্বাসের মধ্যে ফিলিস্তিনের যৌথ সরকার গঠনের জন্য স্বাক্ষরিত মক্কা চুক্তি এবং মধ্য-প্রাচ্য সমস্যার ব্যাপারে চতুর্থ পক্ষীয় মনোভাব নিয়ে আলোচনা হয়েছে। তিন পক্ষ সংশ্লিষ্ট পক্ষের উদ্দেশ্যে গত বছরের নভেম্বর মাসে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধ-বিরতি চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাইস আরও বলেছেন, দুই প্রেসিডেন্ট পুনরায় বৈঠক আয়োজন করতে রাজি হয়েছেন। তাঁরা আশা করেছেন, যুক্তরাষ্ট্র এবং বৈঠকে অংশ নেবে এবং নেতৃত্বের ভূমিকা পালন করবে।
|
|