১৯ ফেব্রুয়ারী ব্রিটেনের ফাইন্যাশিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান আল বারাদেই বলেছেন, ইরান হয় ৬ মাস নয় এক বছরের মধ্যে বিপুল পরিমাণ শিল্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারী হতে পারবে। সাক্ষাত্কারে তিনি বলেছেন, গত বছরের আগস্ট মাস থেকে নাটান্জের একটি পরমাণু পরীক্ষা কারখানায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পরীক্ষার কাজ চালিয়েছে । আন্তর্জাতিক আণুবিক শক্তি সংস্থা বিশ্বাস করে যে ইরান আগামী কয়েক মাসের মধ্যেই শিল্প ক্ষেত্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তৈরী করার জন্য ৩০০০টি সেন্টিফিউজ স্থাপন করবে । আল বারাদেই সঙ্গে সঙ্গে এও বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অধিকার করা এবং পরমাণু অস্ত্র তৈরী করার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে।
আর একটি খবরে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারী লন্ডনে একটি এক অধিবেশনে আল বারাদেই বলেছেন, কেবল নিষেধাজ্ঞা অবলম্বন করে ইরানের পরমাণু সামস্যার সমাধান করা যাবে না। এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত, ' ইরানের প্রতি নমনীয় হয়ে অব্যাহতভাবে যোগাযোগ বজায় রাখা।
|