v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-20 17:50:02    
চীনের বিভিন্ন স্থানের জনসাধারণ আনন্দের সংগে বসন্ত উত্সব পালন করেছেন

cri

    বসন্ত উত্সব হচ্ছে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক উত্সব এবং চীনের চন্দ্রবর্ষের সূচনা । ২০ ফেব্রুয়ারী এ বছরের বসন্ত উত্সবের পর তৃতীয় দিন । এ উত্সবের আগে ও পরে চীনের বিভিন্ন স্থানের লোকজন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে বেড়াতে গেছেন অথবা বিভিন্ন পার্কে ভ্রমণ করতে গেছেন । চীনের সর্বত্রই উত্সবের আনন্দদায়ক পরিবেশ বিরাজ করছে 

    পাশ্চাত্যদের কাছে বড়দিন যেমন গুরুত্বপূর্ণ, চীনাদের কাছে বসন্ত উত্সবও তেমনি গুরুত্বপূর্ণ । চীনারা এ উত্সবের ওপর অনেক গুরুত্ব আরোপ করে থাকেন । কারণ এর তাত্পর্য অনেক বেশি । তার মধ্যে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ , তা হচ্ছে পারিবারিক মিলন । উত্সবের দিনে প্রতি পরিবারের সদস্যরাই আনন্দের সংগে মিলেমিশে খাওয়া-দাওয়া করে থাকেন ।

    প্রথমে আমাদের সংবাদদাতা আপনাদেরকে নিয়ে দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের রাজধানী ছেং তুতে এ রকম এক খাওয়া-দাওয়া দেখতে যাবেন । কয়েকজন বৃদ্ধ ভোজসভায় অংশ নিয়েছেন । তাদের মধ্যে কেউ কেউ নিসন্তান , আবার কারো কারো ছেলেমেয়েরা দেশের বাইরে কাজ করেন বলে বসন্ত উত্সবের সময় দেশে ফিরে আসতে পারেন না । সুতরাং স্থানীয় সরকার ও বহু অত্যুত্সাহী স্বেচ্ছাসেবকরা তাদের জন্যে এ বিশেষ ভোজসভার আয়োজন করেছেন । তারা আন্তরিকভাবে আশা করেন যে , এসব বৃদ্ধও এক আনন্দমুখর বসন্ত উত্সব পালন করতে পারেন ।

    ৭৪ বছর বয়সের চাং ইউয়ান লি আমাদের সংবাদদাতাকে বলেছেন ,

    আজ তারা আমাদেরকে জড় করেছেন । আমরা সবাই মহা খুশী । কেন না , সাধারণ সময় আমরা নিসংগ বোধ করি । তবে আজকের এ তত্পরতায় আমি কিছুটা সান্ত্বনা পেয়েছি ।

    মিস্টার ইউ পোও সবেমাত্র চাকরী পেয়েছেন । একজন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি বহু আগেই কর্মস্থলে এসেছেন । তিনি আমাদের সংবাদদাতাকে বলেন , একজন স্বেচ্ছাসেবক হিসেবে এসব বৃদ্ধদের সংগে মিলেমিশে খাওয়া-দাওয়া করতে পেরে তিনি গর্ব বোধ করেন । তিনি বলেছেন ,

যে বৃদ্ধের সংগে আমার আলাপ হয়েছে , তিনি ওয়েবসাইটকে পছন্দ করেন । আমি কম্পিউটার বিভাগের ছাত্র ছিলাম । এ ক্ষেত্রে আমি হয়তো তাঁকে কিছু সাহায্য করতে পারবো ।

    উত্তর চীনের থিয়ান চিন শহরেও স্থানীয় জনসাধারণ বসন্ত উত্সবের আনন্দঘনপরিবেশে নিমগ্ন হচ্ছেন । চীনের ঐতিহ্যিক চালচলনভিত্তিক কার্যক্রম দেশ-বিদেশের পর্যটক ও শহরবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে ।

    বসন্ত উত্সবের সময় থিয়ান চিনে আসা মিস্টার মা মিং স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন কার্যক্রমকে বিশেষভাবে পছন্দ করেছেন । তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন , আমি বাইরে থেকে এখানে এসে স্থানীয় উত্সবের পরিবেশ অনুভব করতে চাই । এখানকার চালচলনভিত্তিক সংস্কৃতি খুব চমত্কার । এখানে আমি ইয়াং লিউ ছিংয়ের চিত্র , মাটির ভাসকর্যের বিখ্যাত মিস্ত্রী চাং ও অন্যান্য হস্তশিল্প পণ্য সবই দেখতে পারছি । আমার আসা বিফল হয় নি ।

    চীনের রাজধানী পেইচিংয়ে শহরবাসীদের সাংস্কৃতিক চাহিদা মেটানোর জন্যে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে নানা ধরণের কার্যক্রমের আয়োজন করা হয় । এ প্রসংগে পেইচিং সংস্কৃতি ব্যুরোর উপপরিচালক মাদাম ওয়াং চু আমাদের সংবাদদাতাকে বলেছেন ,

    পেইচিংয়ের পাও লি থিয়াটারে রুশ ব্যালের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে । চুং শান পার্কের সংগীত হলে পেইচিং অপেরা অনুষ্ঠিত হচ্ছে । বসন্ত উত্সবের সময় পেইচিংয়ের বিভিন্ন সিনেমা হলেও দেশ বিদেশের নতুন নতুন ছবি দেখানো হচ্ছে ।

     দক্ষিণ চীনের কুয়াং চৌ শহরে বছরে একবার আয়োজিত পুষ্প মেলাও সময়মত শুরু হয়েছে । গত দু' শ'রও বেশি বছর ধরে কুয়াং চৌ শহর এ ঐতিহ্যিক পুষ্প মেলার আয়োজন করে আসছে ।