v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-20 17:38:55    
বিশ্বজুড়ে বসন্ত উত্সব(১)

cri
    বসন্ত উত্সবের সময়ে বিশ্বের বিভিন্ন দেশের চীনা প্রবাসী বা চীনা বংশরা এই বড় উত্সবের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের যে কোনো জায়গায় চীনা মানুষ থাকলে বসন্ত উত্সবের আনন্দিত পরিবেশ সৃষ্টি করা হয়। এবং চীনের প্রভাব শক্তি জোরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশীরাও এই উত্সবের উপরে আগ্রহ ক্রমাগত জমে উঠেছে। তারা বসন্ত উত্সব সংক্রান্ত তথ্য জানতে আগ্রহী এবং চীনাদের সঙ্গে তাতে উপভোগ করতে পছন্দ করে। বসন্ত উত্সব এখন বিশ্বব্যাপী একটি বড় উত্সব হয়ে উঠছে।

    আমরা এখন নজর রাখছি সিংগাপুরের ঐতিহ্যিক চীনা প্রবাসী এলাকা-নিউ ছা সুই'র উপরে। এখানে চীনের বসন্ত উত্সবের সময় উদযাপন করার জন্য সব কিছু ঐতিহ্যিক পণ্যদ্রব্য আছে। স্থানীয় নাগরিকরা এই সময়ে নিউ ছা সুই আসতে পছন্দ করে, এখানে আনন্দের পরিবেশ উপভোগ করতে। ফেং ইয়ুং হুই এর মধ্যে একজন।

    "প্রতি বছরের বসন্ত উত্সবে আমি অবশ্যয় নিউ ছা সুই আসি, এখানকার পরিবেশ উপভোগ করার জন্য। সাম্প্রতিক বছরগুলোতে এখানে লন্ঠন জ্বালানোর অনুষ্ঠান পালিত হয়, পাঠকাবাজীও বটে। আমি এখানে খুব উপভো করি।"

    ফ্রান্সের ছেনশি কোম্পানির পরিচালক ছেন কা মি'র মতো বসন্ত উত্সবের খুশি ও আনন্দ শুধু চীনাদের মনে থাকে তা নয়, স্থানীয় ফ্রান্চরাও তা অনুভব করতে পারে। শুধু প্যারিসে ছেনশি কোম্পানি এখন প্রায় ২০টি সুপারমার্কেট অধিকার করে।

    "বসন্ত উত্সবের সময়ে ছেনশি সুপারমার্কেটে শোপিং করার ফ্রান্চরা খুব বেশি। বুঝতে পারি তারা চীনা রীতিনীতির উপর খুব আগ্রহী। প্রতি বছরে বসন্ত উত্সবের আগে কেউ কেউ ফোনে জিজ্ঞাস করে এই সময়ে আমাদের কোনো বিশেষ অনুষ্ঠান হবে কিনা। প্রতি বছরের বসন্ত উত্সবে আমাদের ফোন প্রায় ব্যস্ত হয়ে থাকে।"

    চলতি বছরের বসন্ত উত্সবের আগে অস্ট্রিলিয়ার নিউ সাউথ ওয়েল রাজ্যের চীনা প্রবাসীরা প্রথম বারের মতো টেলিভিশনে দেখেছে গাভনার মোরিস ইমা তাদের কাছে বসন্ত উত্সবের অভিনন্দন জানান।

    "চীনের বসন্ত উত্সব উপলক্ষে আমি নিউ সাউথ ওয়েলসের সরকারের পক্ষ থেকে চীনা প্রবাসী এলাকার বন্ধুদের কাছে অভিনন্দন জানাই। আপনারা নিউ সাউথ ওয়েলসের জন্য যে অপুর্ব অবদান রেখেছেন আনি তাতে খুব কৃতজ্ঞ। আপনাদের অবদানসহ আমাদের সমাজ এতো সমৃদ্ধ এবং সফল হতে পারে। এখানে সবাইয়ের কাছে শুভ নববর্ষ এবং সমৃদ্ধ হওয়ার কামনা করছি।"

    বিদেশের চীনাদের আনন্দের বসন্ত উত্সব উদযাপন করছে। কিন্তু তারা প্রবাসীর দেশের মানুষরা বসন্ত উত্সব সম্পর্কে কত তথ্য জানে এই প্রশ্ন নিয়ে আমাদের বেতারের সংবাদদাতা বিশ্বব্যাপী সাক্ষাত্কার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ৬০ বছর বয়স্ক ডেনিও বেইস তারা জানাই বসন্ত উত্সবের রীতিনীতি ব্যাখ্যা করে বলেছেন:

    "বসন্ত উত্সব মোট ১৫ দিন স্থায়ী থাকবে। তা চীনের কৃষি চন্ত্রের প্রথম মাসের প্রথম দিন থেকে ১৫তম দিন পর্যন্ত, অর্থাত ইয়ান সিও উত্সব পর্যন্ত। এই সময় মানুষরা রান্নাঘরের দেবতা-জাও ওয়াং ইয়ে'র বাড়ি-তাদের রান্নাঘর পরিষ্কার করে এবং কিছু খাবার উত্সর্গ করে। লোকেরা বাড়ীর প্রবেশদ্বারে দ্বি-চরণ বিশিষ্টি শ্লোক লাগান এবং শিশুরা লাল বেগের শুভ নববর্ষের টাকা পাবে।"

    ইসাবেলা কালায়েট হলেন ফ্রান্সের রাজধানী প্যারিসের একজন কর্ম নারী।

    "অনেক বছর আগে আমি বসন্ত উত্সব শুনেছি। মাঝে মাঝে আমি বসন্ত উত্সবের মিছিল দেখতে যাই। মাঝে মাঝে আমি চীনা রেস্টরায় খেতে যাই। গত বছর আমি স্থানীয় সরকারের ভবনে অনুষ্ঠিত পার্ক ভ্রমনে অংশ নিয়েছি, খুব মজার অভিজ্ঞতা।"