এ বছর চীন স্থিতিশীলভাবে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের ব্যয়ভিত্তিক ব্যবহার ব্যবস্থার সংস্কার ত্বরান্বিত করবে , সাশ্রয়ী প্রাকৃতিক সম্পদসম্পন্ন ও সম্প্রীতিময় পরিবেশসম্পন্ন সমাজ গঠনের কাজ দ্রুততর করবে এবং চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পদ্ধতির পরিবর্তন ত্বরান্বিত করবে ।
চীনের অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন , এ বছর চীন বিদ্যুত শিল্প ও থাই হু হ্রদের অববাহিকাকে বেছে নিয়ে বর্জ্য পণ্য নির্গমণের অধিকারের ব্যয়ভিত্তিক ব্যবহারের পরীক্ষা চালাবে , যাতে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কর ব্যবস্থা সুসংহত করা যায় ।
|