 তুর্কমেনিস্তানের নবনিযুক্ত প্রেসিডেন্ট গুর্বাংগুলি বেরদি মুখামেদোভ ১৮ ফেব্রুয়ারী তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে বলেছেন, তুর্কমেনিস্তান অব্যাহতভাবে নিরপেক্ষ কূটনীতি অনুসরণ করে যাবে।
তুর্কমেনিস্তানের বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, বেরদি মুখামেদোভ একইদিন তুর্কমেনিস্তানে বিভিন্ন দেশের কূটনীতিবিদদের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, শান্তি অনুরাগ ও মৈত্রী স্থাপনসহ বন্ধুত্বপূর্ণ, পাস্পরিক আস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমানতালে সহযোগিতা চালানোই হচ্ছে তুর্কমেনিস্তানের কূটনীতির মূলভিত্তি। তিনি বলেছেন, তুর্কমেনিস্তান জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতার উপর গুরত্ব দেয়। যাতে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা সুরক্ষা করা সম্ভব হয়। তুর্কমেনিস্তান ইতোপূর্বে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি অনুসারে দৃঢ়তার সঙ্গে তার দায়িত্ব পালন করে যাবে।
বেরদিমুখামেদোভ ১১ ফেব্রুরীয় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে তুর্কমেনিস্তানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব লাভ করেছেন।
|