v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-19 19:40:03    
চীনের থিয়ান চিন শহরের পিন হাই নতুন এলাকা উচ্চতর বৈজ্ঞানিক শিল্প সংক্রান্ত উন্নয়নের উত্সাহ দিয়েছে

cri

    চীনের উন্নয়নশীল পরিকল্পনা অনুযায়ী, চীনের উত্তরাঞ্চলের থিয়ান চিন শহরের পিন হাই নতুন এলাকায় উচ্চ পর্যায়ের আধুনিক নির্মাণ শিল্প ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। যা চীনের নতুন উচ্চতর প্রযুক্তিগত শিল্পের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার শক্তিকে দ্রুতভাবে উন্নত করার জন্যে অনেক সহায়ক হবে। এ লক্ষ বাস্তবায়নের জন্য থিয়ান চিন শহরের পিন হাই নতুন এলাকা তাদের উচ্চতর বৈজ্ঞানিক শিল্প সংক্রান্ত উন্নয়নকে ত্বরান্বিত করার প্রচেষ্টা চালাচ্ছে। আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো:

  নানো প্রযুক্তি হচ্ছে বর্তমানে বিশ্বের সম্মুখ-ফ্রন্ট সংক্রান্ত উচ্চতর বৈজ্ঞানিক উন্নয়নশীল প্রকল্প। এ ব্যাপারে চীন হলো বিশ্বের অল্পসংখ্যক দেশগুলোর মধ্যে প্রথম নানো প্রযুক্তি উন্নয়নশীল দেশের অন্যতম। তবে চীনের নানো প্রযুক্তির ব্যাপকতা এখোনো পূর্ণাঙ্গ হয়নি। যার বৈজ্ঞানিক শিল্পায়ন দ্রুতভাবে ত্বরান্বিত করার জন্যে চীনের নানো প্রযুক্তি বিষয়ক শিল্পায়ন ঘাঁটি এবং রাষ্ট্রীয় বৈজ্ঞানিক বিভাগ সহযোগিতা করেছে বলে থিয়ান চিন শহরের পিন হাই এলাকায় রাষ্ট্রীয়ভাবে নানো প্রযুক্তিগত ও প্রকল্প গবেষণালয় প্রতিষ্ঠিত হয়েছে। চীনের অর্থ মন্ত্রণালয় এর জন্য মোট ৩.৮ লাখ ইউয়ান বরাদ্দ করেছে। যাতে তাদের ইলেকট্রোনিক তথ্য, জীবানু, ঔষধ এবং ছোট আকারের যন্ত্রসহ বিভিন্ন ক্ষেত্রের নানো প্রযুক্তি ব্যবহারের প্লাটফর্ম স্থাপনে সাহায্য করা যায়। রাষ্ট্রীয় নানো প্রযুক্তির শিল্পায়ন সংক্রান্ত ঘাঁটির উপপ্রধান মেং ছে বলেছেন, গবেষণালয় ভালভাবে সামাজিক সম্পদ ব্যবহার করেছে বলে দেশের মৌলিক ক্ষেত্রের গবেষণায় সাফল্যের কারণে বিভিন্ন ক্ষেত্রে সম্মিলিতভাবে উন্নয়নকে এগিয়ে নিতে যেতে সক্ষম হয়েছে। তিনি বলেন: " ভবিষ্যতে , যে তিনটি ঘোড়ার গাড়ি রাস্তায় দেখা যাবে ঠিক পরস্পর সমান ও সমান্তরাল পরিস্থিতিতে। তা হচ্ছে রাষ্ট্রীয় নানো প্রযুক্তিগত কেন্দ্রের মৌলিক গেবষণার দায়িত্বপালন করা, প্রকল্পিত প্রযুক্তি গবেষণালয়ের ব্যবহৃত গেবষণার দায়িত্ব পালন করাসহ রাষ্ট্রীয় নানো শিল্পায়ন কেন্দ্রের দায়িত্ব প্রযুক্তির শিল্পায়ন করা। এর ফলে যথাক্রমে রাষ্ট্রীয় বৈজ্ঞানিক সৃজনশীল ক্ষেত্রের একটি নতুন পর্যায় উন্মোচিত হবে।"

নানো প্রযুক্তি তথ্য, জীবানু, ঔষধ, বিমান, প্রতিরক্ষা এবং জ্বালানীসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যহৃত হচ্ছে । তাই এটা বিরাট ব্যবসায়ীক সুপ্ত শক্তি সম্পন্ন। তা সংশ্লিষ্ট খাতগুলোর শিল্প কাঠামোর উন্নয়ন ত্বরান্বিত করতে পারে, এবং সরাসরিভাবে দেশীয় প্রতিদ্বন্দ্বিতার শক্তির ওপর প্রভাব ফেলবে। মেং ছে আরো বলেছেন: " এখন পাবলিক গবেষণামূলক এবং পরীক্ষামূলক প্লাটফর্মসহ ৯টি বিশেষ গবেষণা ক্ষেত্রের স্থাপন শেষ হয়েছে। আমরা নানা ধরণের আন্তর্জাতিক মান সম্পন্ন মোট ৪০০টিরও বেশি অত্যাধুনিক সাজ-সরঞ্জাম নির্মাণে সক্ষম হয়েছি। এর মধ্যে বড় আকারের সংখ্যা মোট ৪০টিরও বেশি। এ পর্যন্ত ফিনলান্ড, জাপান, যুক্তরাষ্ট্র,রাশিয়া, অস্ট্রেলিয়া ও ক্যানাডাসহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করেছে। এতে ফিল্যান্ডের সঙ্গে সহযোগিতামূলক চুক্তিকে রাষ্ট্রীয় বৈজ্ঞানিক মন্ত্রণালয়ে অর্পণ করা হয়েছে। একই সঙ্গে তা চীন ও ফিনল্যান্ডের সম্পর্কের উন্নয়নশীল কৌশলগত নীতিতে রাখা যায়।"

     থিয়ান চিন নানো প্রযুক্তিগত ও পরিকল্পিত গবেষণালয় ছাড়াও থিয়ান চিন ছিং ইউয়ান ইলেকট্রোনিক গাড়ি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, থিয়ান চিন কে রুন কৃষি শিল্প বৈজ্ঞানিক কোম্পানি এবং থিয়ান চিন থিয়ান লুং কৃষি বৈজ্ঞানিক লিমিটেড লায়াবিলিটি কোম্পানিসহ মোট ১২টি শিল্পপ্রতিষ্ঠানের বহু উচ্চতর বৈজ্ঞানিক প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে। এসব প্রকল্পে অন্তর্ভূক্ত রয়েছে ইলেকট্রোনিক তথ্য, জীবানু ঔষধ, কৃষি এবং রসায়নসহ বিভিন্ন ক্ষেত্রের বিষয়। এর পুঁজিবিনিয়োগের পরিমাণ ৯১.৪ লাখ ইউয়ান।

     উপযুক্ত নীতির মাধ্যমে দ্রুতভাবে থিয়ান চিন পিন হাই নতুন এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচ্চতর বৈজ্ঞানিক ক্ষেত্রে পুঁজিবিনিয়োগের পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে । সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করেন যে, তা শিল্পপ্রতিষ্ঠানের বৈজ্ঞানিক শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। থিয়ান চিন থিয়ান লুং কৃষি শিল্প সংক্রান্ত বৈজ্ঞানিক কোম্পানির প্রধান বাও ওয়ান জুন বলেছেন," কৃষি শিল্পের উচ্চতর প্রযুক্তিগত উন্নয়নে অনেক সময় লাগবে। যার জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত যথেষ্ট ধৈর্য ধারনা করা । এর কারণে সরকারের সমর্থন ও সাহায্য খুবই গুরুত্বপূর্ণ । আমাদের কোম্পানিতে একটি বিশেষ দল এর জন্য অবিরামভাবে কাজ করে যাচ্ছে।