v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-19 19:36:46    
১২ থেকে ১৯ ফেব্রুয়ারী, ২০০৭

cri
চীন, ভারত এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং, ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভলোভ ১৪ ফেব্রুয়ারী ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি বৈঠক করেছেন।

সাক্ষাত্কালে তিন'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সক্রিয়ভাবে ত্রি-পক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয় অন্বেষণ করেছেন এবং মতৈক্যের কথা প্রকাশ করেছেন। তাঁরা ইরানের পরমাণু সমস্যা, উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা, ইরাক সমস্যা, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাংহাই সহযোগিতা সংস্থা, পূর্ব এশিয়ার সহযোগিতা এবং অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।

বৈঠকের পর তিন জন পররাষ্ট্রমন্ত্রী "চীন, ভারত ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের যৌথ ইস্তাহার"প্রকাশ করেছেন এবং মিলিতভাবে সংবাদদাতাদের মুখোমুখি হয়েছেন।

চীন ও ভারতের যৌথ উদ্যোগে পেইচিংয়ের সফটওয়্যার শিল্পের আন্তর্জাতিকায়ন ত্বরান্বিত হবে

চীনের বৃহত্তম সফটওয়্যার শিল্পপ্রতিষ্ঠান- চীন-ভারত যৌথ পুঁজি বিনিয়োজিত টাটা তথ্য প্রযুক্তি কোম্পানি গত মংগলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে । এটি চীন ও ভারত যৌথভাবে পেইচিংয়ের সফটওয়্যার শিল্পকে আন্তর্জাতিকায়নের দিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বাক্ষর বহন করে । ২০০৬ সালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ভারত সফরের একটি গুরুত্বপূর্ণ ফল হিসেবে এ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে । জানা গেছে , ২০০৬ সালে পেইচিংয়ের সফটওয়্যার ও তথ্য পরিসেবা শিল্পের মূল্য১১৪ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।

"চীন-ভারত পর্যটন মৈত্রী বর্ষ" কর্মসূচী নয়াদিল্লীতে শুরু

"চীন-ভারত পর্যটন মৈত্রী বর্ষ" কর্মসূচীর উদ্বোধনী ১৪ ফেব্রুয়ারী ভারতের রাজধানী নয়া দিল্লীতে অনুষ্ঠিত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং, ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি এবং পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী অমবিকা সোনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং তাঁর ভাষণে বলেছেন, "চীন-ভারত পর্যটন মৈত্রী বর্ষ" হচ্ছে দু'দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্যের প্রতীক। এ কর্মসূচীর মাধ্যমে দু'দেশের বেসরকারী ক্ষেত্রের বিনিময়কে জোরদার করা, পারস্পরিক সমঝোতা বাড়ানো, মৈত্রী সুসংবদ্ধ করা হচ্ছে দুটি বড় সভ্যতার বিনিময়ের জন্য অনুকূল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী মুখার্জি বলেছেন, চীন ও ভারতের পর্যটন শিল্পকে জোরদার করা হচ্ছে দু'দেশের জনগণের মৈত্রী বাড়ানো। তিনি আন্তরিকভাবে "চীন-ভারত পর্যটন মৈত্রী বর্ষ" কর্মসূচীর সাফল্য কামনা করেন, যাতে চীন ও ভারতের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়।

চীন ও নেপালের সঙ্গে কনফুসিয়াস ইনস্টিডিউট প্রতিষ্ঠা করবে

১৪ ফেব্রুয়ারী চীনা ভাষা আন্তর্জাতিক সম্প্রসারণ কার্যালয় ঘোষণা করেছে যে, তারা নেপালের কাঠমুণ্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কনফুসিয়াস ইনস্টিডিউট প্রতিষ্ঠা সম্পর্কে একটি চুক্তি স্বাক্ষর করেছে ।এটি হবে নেপালে প্রতিষ্ঠিত প্রথম কনফুসিয়াস ইনস্টিডিউট ।

চীনা ভাষার আন্তর্জাতিক সম্প্রসারণ কার্যালয়ের পরিকল্পনা অনুযায়ী ২০১০ সালের শেষ নাগাদ সারা বিশ্বে মোট ৫০০টি কনফুসিয়াস ইনস্টিডিউট প্রতিষ্ঠিত হবে ।

কনফুসিয়াস ইনস্টিডিউট হল চীনা ভাষা ও চীনের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে এক ধরনের স্বার্থহীন শিক্ষা প্রতিষ্ঠান । চীন ও বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তা প্রতিষ্ঠিত হচ্ছে ।

বাংলাদেশের কুংফু সমিতির চীনের বসন্ত উত্সব উদযাপন

চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব উদযাপন উপলক্ষ্যে সম্প্রতি বাংলাদেশের কুংফু সমিতি কুংফু প্রতিযোগিতা ও কক্সবাজার কুংফু স্কুল প্রতিষ্ঠাসহ ধারাবাহিক কর্মসূচী নিয়েছে। বাংলাদেশস্থ চীনের সাংস্কৃতিক কাউন্সিলার লিউ সান চেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তা ছাড়া বাংলাদেশের কুংফু সতিমির চেয়ারম্যান, প্রবীন সৈনিক সমিতির চেয়ারম্যান এবং চট্টগ্রাম শুটিং ক্লাবের মহাসচিবসহ বিভিন্ন ক্ষেত্রের কুংফু অনুরাগী ৮০০ জনেরও বেশি লোক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

কাউন্সিলার লিউ বলেছেন, কুংফু হচ্ছে চীনা জাতির শ্রেষ্ঠ ঐতিহ্যিক সংস্কৃতি। কুংফু চীনা জনগণ ও বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মৈত্রী বাড়ানোর সেতুতে পরিণত হয়েছে। চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবের জন্য বাংলাদেশের কুংফু সমিতি কুংফুর মাধ্যমে বন্ধুত্বকে দৃঢ় করার যে উদ্যোগ নিয়েছে তার বিশেষ তাত্পর্য রয়েছে। আমরা আন্তরিকভাবে আশা করি, বাংলাদেশের কুংফু সমিতি ও কুংফু স্কুল ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে এবং আরো বেশি বাঙালি বন্ধুরা চীনের কুংফু পছন্দ করবেন ও তার বিস্তারে অবদান রাখবেন।

সন্ত্রাসী হামলা রোধ করার জন্য ইসলামাবাদে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে

১৬ ফেব্রুয়ারী পাকিস্তানের তথ্য মাধ্যমের এক খবরে প্রকাশ , পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসলামাবাদে সন্ত্রাসীদের হামলা চালানোর খবর পেয়েছে । সংশ্লিষ্ট পক্ষ এর জন্য ইসলামাবাদে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ।

পাকিস্তানের "ডন পত্রিকার" খবরে বলা হয়েছে , চার জন সশস্ত্র ব্যক্তি ইসলামাবাদে প্রবেশের অপপ্রয়াস চালাচ্ছে । নিরাপত্তা বাহিনী ইসলামাবাদ এবং কাছাকাছি শহর রাওয়াপিন্ডির কয়েকটি হোটেলে অনুসন্ধ্যান সহ স্থানীয় রেল স্টেশন , বাস স্টেশন ও বিমান বন্দরের ওপর কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়েছে ।

"দি নিউজ পত্রিকার" খবরে এক বিশ্বাসযোগ্য কর্মকর্তার কথা উদ্ধৃত করে বলা হয়েছে , সন্ত্রাসী ব্যক্তিদের উদ্দেশ্য হল দেশ বিদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাও বিদেশের প্রতিনিধিত্বকারী সংস্থার ওপর হামলা চালানো।

শ্রীলংকার উপহার ছোট হাতি "মিগারা" চীনে এসেছে

চীন ও শ্রীলংকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে শ্রীলংকা সরকারের দেয়া বিশেষ উপহার একটি ছোট হাতি ১৫ ফেব্রুয়ারী সকালে বিশেষ বিমান যোগে চীনে এসেছে।

 শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন বাইলা, শ্রীলংকাস্থ চীনের রাজনৈতিক কাউন্সিলার গে ছুয়ান ইয়ুসহ শ্রীলংকা ও চীনের কূটনীতিবিদগণ বিমান বন্দরে "মিগারা" নামে হাতিটিকে বিদায় সংবর্ধনা দিয়েছেন।

 পশু-চিকিত্সকসহ চার জনের একটি প্রতিনিধিদল হাতির সঙ্গে চীনে এসেছেন । শ্রীলংকার বৌদ্ধ ধর্ম সমিতি পেইচিংয়ের লিংকুয়াং মন্দিরকে দেয়া একটি বুদ্ধমূর্তিও একই বিমানে এসেছে।

পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠক সম্মিলিতভাবেদলিল অনুমোদনের মধ্য দিয়ে শেষ হয়েছে

কোরীয় উপ-দ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশন সম্মিলিতভাবে দলিল অনুমোদনের মধ্য দিয়ে ১৩ ফেব্রুয়ারী বিকালে পেইচিংএ শেষ হয়েছে। অধিবেশনের চেয়ারম্যান দেশ--চীনের প্রতিনিধি দলের নেতা উ দা উয়ে সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন। তিনি বলেছেন, ছ'দিনের আলোচনা ও পরামর্শের পর এবারের অধিবেশনে গত বছরের ১৯ নভেম্বরের সম্মিলিত বিবৃতি বাস্তবায়নের কার্যক্রমে গুরুত্বপূর্ণ মতৈক্য অর্জিত হয়েছে। এতে প্রতিপন্ন হচ্ছে যে, কোরীয় উপ দ্বীপে পারমাণবিক অস্ত্রবিহীন প্রক্রিয়া আরেকটি গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ পর্যায়ে এগিয়ে গেছে। উ দা উয়ে সম্মিলিত দলিলপত্র পাঠ করেছেন।

মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল চীনের উত্থাপিত খসড়া চুক্তিকে 'চমত্কার' ও উত্সাহব্যঞ্জক বলে মূল্যয়ন করেছেন। তিনি বলেছেন, স্বাগতিকস্বাগিত দেশ হিসেবে চীন বৈঠকের গুরুত্বর্পূণ মুহুর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাশিয়ার প্রতিনিধি দলের নেতা লুসিয়োকোফ বলেছেন, বৈঠকের জন্য চীন বিরাট গঠনমূলক প্রচেষ্টা চালিয়েছে। জাপানের প্রতিনিধি দলের নেতা কেনিছিরো সাসায়ে বলেছেন, চূড়ান্ত কর্মসূচী হল বিভিন্ন পক্ষের সঙ্গে চীনের বারবার আলাপ পরার্মশের ফলাফল। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা ছুন ইয়াং উ বারবার বলেছেন, এবার ছ'পক্ষীয় বৈঠকের জন্যে চীন অজস্র কাজ করেছে।

তিন সপ্তাহের মধ্যে ফিলিস্তিনে জাতীয় সরকার গঠন করা হবেঃ হানিয়া

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় গাজায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র দাখিল করেছেন । আব্বাস তা গ্রহণ করেছেন এবং হানিয়াকে নতুন জাতীয় যৌথ সরকার গঠন করার দায়িত্ব দিয়েছেন ।

ফিলিস্তিনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ১৬ ফেব্রুয়ারী গাজায় বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের নতুন জাতীয় সরকার গঠনের কাজ সম্পন্ন হবে বলে তাঁর বিশ্বাস।

তিনি বলেছেন, তিনি ১৭ ফেব্রুয়ারী থেকে ফাতাহসহ বিভিন্ন দলের সঙ্গে নতুন সরকার গঠনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে আলোচনা করছেন। আলোচনার মূল লক্ষ ছিল স্বরাষ্ট্র মন্ত্রীর তালিকা এবং হামাসের সশস্ত্র ব্যক্তিদের বর্তমান অবস্থানসহ বিভিন্ন বিষয়।

মার্কিন কংগ্রেসে ইরাকে সৈন্য পাঠানোর বিরোধিতা সংক্রান্ত প্রস্তাব গৃহিত

ইরাকে আরও বেশি সৈন্য পাঠানো সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ যে প্রস্তাব পেশ করেছেন ৪ দিন তর্কবিতর্কের পর ১৬ ফেব্রুয়ারী মার্কিন কংগ্রেসে তার বিরুদ্ধে এক খসড়া প্রস্তাবগৃহিত হয়েছে । বিরোধী প্রস্তাবেরএর স্বপক্ষে ২৪৬টি ভোট আর বিপক্ষে ১৮২টি ভোট পড়ায় খসড়া প্রস্তাবটিগৃহিত হয় ।

ডেমোক্রাটিক পার্টির একজন সংসদ সদস্য ১২ ফেব্রুয়ারী খসড়া প্রস্তাবটি পেশ করেছেন । খসড়া প্রস্তাব অনুযায়ী কংগ্রেস মার্কিন নাগরিকদের মধ্যে পূর্ব থেকেই যারা ইরাকে ছিল বা এখনো আছে এমন মার্কিন সৈন্যকে সমর্থন করবে । ১০ জানুয়ারী বুশ ইরাকে আরও ২০ হাজার সৈন্য পাঠাবেন বলে যে প্রস্তাব পেশ করেছেন মার্কিনকংগ্রেস তার বিরোধিতা করেছে ।

প্রতিনিধি পরিষদের স্পীকার ও ডেমোক্রাটিক পার্টির সংসদ সদস্য ন্যানসিপেলোসি বলেছেন , খসড়া প্রস্তাবটিগৃহিত হওয়া থেকে প্রমাণিত হয়েছে যে , ইরাক সমস্যায় যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন হবে । ইরাকে যুদ্ধের অবসান হবে । যাতে মার্কিনবাহিনী স্বদেশে ফিরে যেতে পারে ।