v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-19 19:29:27    
পেইচিং সরকার অলিম্পিক গেমস আয়োজন উপলক্ষে শহরের পরিবেশ সমন্বিত করে

cri

অলিম্পিক গেমস আয়োজনের আবেদনের সময়েও পেইচিং সরকার বিশ্বের কাছে অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে শহরের পরিবেশ সমন্বিতের প্রতিশ্রুতি দিয়েছে। অলিম্পিক গেমস ২০০৮'র প্রস্তুতি কাজ চালানোর সঙ্গে সঙ্গে পেইচিং শহরের পরিবেশও দ্রুতভাবে উন্নত হচ্ছে। সম্প্রতি, পেইচিং সরকার চলতি এক বছরে শহরের পরিবেশ মোকাবেলার সাফল্য এবং এ বছরের পরিকল্পনা প্রকাশ করেছে। এখন শোনুন এ সম্বন্ধে একটি প্রতিবেদন। অন্যান্য বহু বৃহত শহরের একই মত পেইচিং শহরের নির্মাণ কখনো শেষ হয় নি। কিন্তু প্রচুর আকাশস্পর্শীর সঙ্গ সঙ্গে বহু পুরনো বাড়িঘর আছে এবং আধুনিক সড়কের পাশাপাশি জটিল স্থাপত্য কাঠামো থাকে। পেইচিং শহরের গঠকরা এ পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করতে থাকে। অলিম্পিক গেমসের আয়োজন পেইচিংয়ের পরিবেশ পরিবর্তনকে একটি সুযোগ দিয়েছে। পেইচিং সরকার ২০০৮ সাল পরিবেশ গঠিত অফিস প্রতিষ্ঠা করেছে। এ অফিসের প্রধান দায়িত্ব হল পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি সময়ে পেইচিং শহরের পরিবেশের নির্মাণ, অবকাঠামো নির্মাণ ও পরিবেশ শৃংখলা পরিচালনা করা। পেইচিং ২০০৮ সাল পরিবেশের নির্মাণ অফিসের পরিচালক লু হাইজুন বলেছেন, ২০০৬ সালে পেইচিংয়ে নোংরা ও বিশৃঙ্খল স্থাপত্য দূরীকরণ পরিকল্পনা মৌলিকভাবে সম্পন্ন করে। ২০০৭ সাল হল একটি চাবিকাঠি বছর। এ বছরে পেইচিং পরিবেশ মোকাবেলার লক্ষ্য হবে অলিম্পক গেমসের জন্য সুশ্ঠু পরিবেশ নির্মাণ করা। 'চলতি দুই বছরে পেইচিং পরিবেশের নির্মাণে ফলপ্রসূ হয়। কিন্তু আরো অনেক অসন্তোষজনক বিষয় আছে। সেজন্য, সুশ্ঠু পরিবেশ হল অলিম্পিক গেমসের একটি প্রয়োজনীয় শর্ত এবং পেইচিংয়ের নাগরিকদের ইচ্ছা ও প্রয়োজন।' নোংরা ও বিশৃঙ্খল নির্মাণ দূরীকরণ পরিকল্পনার প্রধান কাজ হল 'শহরে গ্রাম' দূর করা। 'শহরে গ্রাম' হল দ্রুত উন্নত পেইচিং শহরে নিম্ন জীবন যাত্রা ও অনগ্রসর জনপদ। এসব জনপদে অবৈধ্য স্থাপত্য খুবই বেশী। এসব পেইচিং শহরের প্ররিবেশ ও পরিবহনের ওপর নেতিবাচক প্রভাব ফলা ছিল। ২০০৬ সালে পেইচিংয়ের ৫৫টি এ ধরণের 'শহরে গ্রাম' দূর করা হয়। আগের বিশৃঙ্খল ও নোংরা পরিবেশ শেষ হয়েছে। লু হাইজুন বলেছেন, এরমধ্যে একটি শহরে গ্রামের রুপান্তরে পার্ক পরিণত হয়েছে। এ পার্ক এখন নাগরিকদের ব্যায়ামের স্থান পরিণত হয়েছে। আগের শহরে গ্রামের নাগরিকদেরকে নতুন কোমিউনিটিতে মোতায়েন করা হন। তাঁদের জীবনযাপনের ব্যবস্থা আরো ভাল হয়। লু হাইজুন বলেছেন, বহু শহরে গ্রাম পেইচিংয়ের ঐতিহ্যিক গলিতে অবস্থিত ছিল। সেজন্য, পেইচিং সরকার এসব গ্রাম দূর করার সঙ্গে সঙ্গে পেইচিং গলির ঐতিহ্যিক পরিবেশ ও সংস্কৃতি বজায় রাখে এবং পুনরুদ্ধার করে। এটি বিশেষজ্ঞদের প্রশংসা দেয়া হয়। তিনি বলেছেন,

'বিশেষজ্ঞরা সবসময় পেইচিং শহরে গ্রামের রুপান্তরের বিরোধীতা করেন। কিন্তু এবারের রুপান্তর তাঁদের উচ্চ মূল্যায়ন করা হয়। তাঁরা পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে 'নাগরিকদের প্রতি এসব জায়কায় ভ্রমণের আহ্বান' জানিয়েছেন। তাঁরা বলেছেন, এসব জায়কা খুবই সন্দর এখন, আমরা পছন্দ করি। ২০০৭ সালে পরিবেশের নির্মিত কাজ সম্বন্ধে লু হাইজুন বলেছেন,এ বছরের প্রধান কর্তব্য হবে প্রধান সড়ক, গুরুত্বপূর্ন অঞ্চল ও অলিম্পিক গেমস স্ট্যাডিয়ামের কাছাকাছি অঞ্চলের পরিবেশের সমন্বিত করা। তিনি বলেছেন, নোংরা ও বিশৃঙ্খল স্থাপত্য দূরীকরণ পরিকল্পনা অনুযায়ী, পেইচিং সরকার প্রধানত অবৈধ্য স্থাপত্য ভেঙ্গে ফেলবে এবং দৃঢ়ভাবে নতুন অবৈধ্য স্থাপত্যের নির্মাণ অগ্রাহ্য করবে। সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে শহরে সবুজয়ন করা হবে। ২০০৭ সালে পেইচিং শহরের গঠকরাও অলিম্পিক গেমস ও পেইচিংয়ের শহরের বৈশিষ্ট্য অনুযায়ী পরিবেশের ডিজাইন পরিকল্পনা প্রণয়ন করবে। যাতে আগামী বছরে একটি গভীর অলিম্পিক গেমসের পরিবেশ সৃষ্টি করা যায়। লু হাইজুন বলেছেন, পরিবেশের নির্মাণ হল 'নতুন পেইচিং, নতুন অলিম্পিক গেমস' নামক কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। 'নতুন অলিম্পিক গেমস' হল একটি সুযোগ। কিন্তু 'নতুন পেইচিং' হল মৌলিক লক্ষ্য। তিনি নাগরিক, সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী ও বিভিন্ন মহলের প্রতি শহরের গঠন ও পরিবেশের সমন্বতিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। যাতে অব্যাহত চেষ্টায় পেইচিংকে এটি থাকা উপযোগী শহরে পরিবর্তনের লক্ষ্য বাস্তবায়ন করা যায়। তিনি বলেছেন, 'আমরা অলিম্পিক গেমসের আয়োজনের মাধ্যমে পেইচিং শহরের পরিবেশ সমন্বিত করি। যাতে পেইচিং একটি সন্দর, সুবিধা, সম্প্রীতি ও থাকা উপযোগী শহরে পরিণত হওয়া যায়। এটি আমাদের পরিবেশ বিষয়ক কর্মীর লক্ষ্য এবং আশা।'