 ভারতের রাজধানী নয়াদিল্লী থেকে পাকিস্তানগামী একটি দ্রুত গতিসম্পন্ন রেল গাড়িতে ১৯ ফেব্রুয়ারী মধ্যরাতে হঠাত্ বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৬৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশী আহত হয়েছে।

খবরে জানা গেছে, এই রেল গাড়িটি ১৮ ফেব্রুয়ারী নয়াদিল্লী থেকে রওয়ানা হয়ে ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত আটারি স্টেশনে পৌঁছার কথা। যাত্রীদের সেখান থেকে আরেকটি রেল গাড়িতে পাকিস্তানের লাহোরে যাওয়ার কথা ছিল। হরিয়ানার পানিপথের কাছাকাছি পৌঁছার সঙ্গে সঙ্গে রেল গাড়িটিতে হঠাত্ বিস্ফোরণ ঘটে। দু'টি বগিতে আগুন ধরে যায়। এতে বহু যাত্রী হতাহত হয়েছে। আহতদের কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
রেল গাড়ি বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এ সম্পর্কিত তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে। স্থানীয় পুলিশ বলেছে, আই ই ডি'র দ্বারা এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অন্য আর একটি বগিতে একই ধরণের দুটি বোমা আবিষ্কৃত হয়েছে। এ দু'টি বোমার বিস্ফোরণ হয়নি।

|