পাকিস্তানের নৌবাহিনীর আমন্ত্রণে, 'লিয়ান ইয়ুনকাং' ও 'সান মিং' নামে ফ্রিগেট নিয়ে গঠিত চীনা গণ মুক্তি ফৌজ নৌবহর ১৯ ফেব্রুয়ারী চে চিয়াংয়ের নিং বো থেকে পাকিস্তানে গিয়ে 'শান্তি-০৭' সামুদ্রিক যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।
পাকিস্তানের নৌবাহিনী এবারে এই মহড়া অনুষ্ঠানের আয়োজন করে। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রন্স, বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কের নৌবহর, বিমান ও বিশেষ সেনাবাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে। এবারের মহড়ার লক্ষ্য হচ্ছে অব্যাহতভাবে বাড়তে থাকা সন্ত্রাসের হুমকি ও চ্যালেন্জকে প্রতিহত করা, বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও যোগাযোগের বিষয়টিকে জোরদার করা এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর সন্ত্রাসী মোকাবিলার সামর্থ্যকে উন্নত করা।
এটা হচ্ছে চীনের নৌবাহিনীর প্রথমবারের মত বিভিন্ন দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠানে অংশ নেয়।
|