১৮ ফেব্রুয়ারী চীনা জাতির সবচেয়ে বড় ঐতিহ্যিক উত্সব -- বসন্ত উত্সব । চীনের বিভিন্ন স্থানের অধিবাসীরা এ ঐতিহ্যিক উত্সব উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী নিয়েছে ।
রাজধানী পেইচিংয়ের রাস্তাঘাটের রঙীন বাতি , রঙীন ফিতা ও লাল পতাকা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে । এ দিন দেশবিদেশের প্রায় এক লাখ ৩০ হাজার পর্যটক গ্রীষ্মপ্রাসাদ , পেইহাই পার্ক ও থিয়েনথান পার্কসহ মোট ১১টি পার্কে ভ্রমণ করেছে । জানা গেছে , বসন্ত উত্সবের ছুটিতে রাজধানী পেইচিংয়ে মোট ১০৫টি বৃহত আকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
দক্ষিণ চীনের কুয়াং চৌ শহরের নাগরিকরা বসন্তকালকে স্বাগত জানিয়ে বিভিন্ন পার্কে ভ্রমণ করেছেন ।
১৮ ফেব্রুয়ারী তিব্বতীরা বসন্ত উত্সব ও তিব্বতী নববর্ষ--এ দুটি ঐতিহ্যিক উত্সব একসঙ্গেউদযাপন করেছেন । তিব্বতী ও হান জাতির অধিবাসীরা পরস্পরের মধ্যেপবিত্র হাদা ও মদ বিনিময় করে মনের আনন্দ প্রকাশ করেন ।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে বসন্ত উত্সব উদযাপন উপলক্ষে বিরাটাকারের ফুলে সজ্জিত গাড়ীতে ভ্রমণ আয়োজন করা হয় । স্পেন , যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার ফুলগাড়ী ও শিল্পীরা ভ্রমণ অনুষ্ঠানে অংশ নিয়েছে ।
|