১৯ ফেব্রুয়ারী হচ্ছে তেং শিয়াওপিংয়ের ১০ম মৃত্যু বার্ষিকী। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্য, হংকংয়ের গোল্ডলাইন হোল্ডিং লিমিটেডের পরিচালকমন্ডলীর চেয়ারম্যান চেং সিয়ানজি সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, তেং শিয়াওপিং ছাড়া, চীনের আজকের অগ্রগতির আমুল পরিবর্তন হতো না এমনকি হংকংও এতোটা উন্নত হতো না।
তিনি বলেছেন, 'এক দেশ দুই সমাজ ব্যবস্থা'-র উপস্থাপন ও বাস্তবায়নে, হংকংয়ে চীনের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং চীনা জাতি তার মর্যাদা ফিরে পেয়েছে। এর পাশা পাশি হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতাও সুনিশ্চিত করা হয়েছে। যাতে চীনের সংস্কার ও অব্যাহতভাবে মুক্তদ্বার নীতির গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা যায়।
তিনি আরো বলেছেন, তেং শিয়াওপিং অনন্য সাধারণ বিজ্ঞতা দেখিয়ে 'এক দেশ দুই সমাজ ব্যবস্থা' উপস্থাপন করেছেন। এটা পুরোপুরিভাবে তার 'বাস্তবতথ্যাবলী থেকে সত্যের সন্ধান করার' মর্ম প্রতিফলিত হয়েছে। তিনি আশা করেন, কালক্রমে, হংকংয়ের নাগরিকরা 'এক দেশ দুই সমাজ ব্যবস্থা'-র বৈশিষ্টতাকে অনুভব করবে।
|