চান্দ্র বর্ষের নববর্ষ উত্সব বসন্ত উত্সব উপলক্ষে ইন্দোনেশিয়া ও বৃটেনের নেতৃবৃন্দগণ অভিনন্দন বাণী পাঠিয়েছেন ।
১৮ ফেব্রয়ারী ইন্দোনেশিয়ারপ্রেসিডেন্ট সুসিলো পৃথক পৃথকভাবে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের কাছে অভিনন্দন বাণী পাঠিয়েছেন । প্রেসিডেন্ট হু চিন থাওয়ের কাছে পাঠানো অভিনন্দন বাণীতে সুসিলো ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে চীন সরকার ও জনগণের প্রতি তার আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রেদ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকগতিতে বিকশিত হচ্ছে । তিনি তার বাণীতে আস্থা প্রকাশ করে বলেছেন , পরবর্তীকালে দুটি দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরো বাড়ানো হবে । দু পক্ষই দেশের উন্নয়ন এবং গোটা বিশ্বের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাচ্ছে ।
একই দিন বৃটেনের প্রধানমন্ত্রী টনী ব্লেয়ার চীনা ভাষার পত্রিকা ' সিংতাও ইট পাও 'তে প্রকাশিত একটি অভিনন্দন বাণীতে বৃটেনের প্রবাসী চীনা ও বিদেশী চীনাদের প্রতি তার আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন , বর্তমানে চীনের চান্দ্র বর্ষের নববর্ষ উত্সব শুধু চীনাদের উত্সব নয় , বরং গোটা বৃটেনের একটি গুরুত্বপূর্ণ উত্সবে পরিণত হয়েছে । এই উত্সব বৃটেনের বহুমুখী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে । বৃটেনে অনেকে চীনের চান্দ্র বর্ষের যে নববর্ষ উত্সব উদযাপন করছেন , তাতে প্রমাণিত হয়েছে যে প্রবাসী চীনা কমিনিটির অবস্থানউন্নত হয়েছে । এ ছাড়াও প্রবাসী চীনা ও বিদেশী চীনারা বৃটেনের অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে যথেষ্টঅবদান রাখছেন ।
|