বসন্ত উত্সব চীনা জনগণের সবচেয়ে আড়ম্বপূর্ণ ঐতিহ্যবাহী উত্সব। মিলনের প্রতীক এবং নববর্ষের আনন্দের প্রতীক হিসেবে এই উত্সবে চীনা জনগণ সাধারণত নিজেদের আপনজন এবং বন্ধু-বান্ধবদেরকে সবচেয়ে বেশী আন্তরিক শুভেচ্ছা তর্পণ করেন। এই বিশেষ দিবস উপলক্ষে জনসাধারণের মধ্যে গিয়ে বসন্ত উত্সব উদযাপন করা চীনা শীর্ষ নেতৃবৃন্দের একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এবার বসন্ত উত্সব প্রক্কালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে গিয়ে স্থানীয় বিভিন্ন জাতির জনসাধারণের সঙ্গে একত্রে বসন্ত উত্সব উদযাপন করেছেন। চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাও চীনের পূর্ব-উত্তরাঞ্চলের লিয়াওনিং প্রদেশের হুশেন শহরের কয়লা শ্রমিকদের বসতি এলাকায় গিয়ে স্থানীয় অধিবাসিদের সঙ্গে বসন্ত উত্সব উদযাপন করেছেন । এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা এ সংক্রান্ত একটি রিপোট।
আমার প্রিয় গ্রামবাসীগণ , আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছি। (হাত তালির আওয়াজ)
১৭ ফেব্রুয়ারী ছিল চীনের চান্দ্র বর্ষের শেষ দিন। এ দিন সকালে হু চিন থাও গানসু প্রদেশের ডিনসি শহরের ডাপিন গ্রামে এসেছেন। ১৯৯৯ সালে তিনি এক বার এ পহাড়ী এলাকায় এসেছিলেন। আট বছর আগে প্রতিকূল প্রাকৃতিক অবস্থার কারণে স্থানীয় জনসাধারণের জীবন তখন এথা কিছুটা কষ্টকর ছিল । সেখানকার জনতাগণের কথা সব সময় প্রেসিডেন্ট হু চিন থাওয়ের মনে পড়ে। গ্রাম বাসীদের বতর্মান জীবন অবস্থা দেখে তিনি খুব অনন্দিত হয়েছেন্।
আট বছর পর , আবার ডাপিন এসে আমি লক্ষ্য করেছি, এখানে এখন বিরাট পরিবর্তন ঘটেছে। নতুন নতুন বাড়ীঘর নির্মান করা হয়েছে। প্রত্যেক বাসায় সংরক্ষিত খাদ্যের পরিমাণ আগের চাইতে বেড়েছে। বসন্ত উত্সবের জন্যে অনেক ভাল ভাল খাবার কেনা হয়েছে। এতে বোজ্ঝা যাচ্ছে যে, ডাপিনের জনসাধারণের জীবন দিন দিন উন্নত হচ্ছে। এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আমি আশা করি, আপনরা আগের মতো ভবিষ্যতেও পরিশ্রমী মনোভাব পোষণ করবেন। আমাদের জীবন আরও উন্নত করার জন্য আপ্রান চেষ্টা চলাবো। আপনারা কি মনে করেন?
লানযৌ শহরে প্রেসিডেন্ট হু চিন থাও গানসুতে কমর্রত বিজ্ঞান একাডেমীর, আদর্শ শ্রমিক এবং বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বিপ্লবী স্থান হুনিনে তিনি সেখানকার প্রবীন বিপ্লবীদের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন,
তখন আপনারা চেয়ারমান মাও, চীনের কমিউনিষ্ট পাটি এবং লাল ফৌজের সঙ্গে বিপ্লব করেছিলেন। আপনারা অনেক অসুবিধা ও কষ্টে ভুগেছিলেন। আপনারা চীনের বিপ্লবের জন্যে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চীনের কমিউনিষ্ট পাটি ও জনগণ চিরকাল আপনাদের কথা মনে রাখবে।
১৬ ফেব্রুয়ারী ,চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও লিয়াওনিং প্রদেশের হুশেন শহরের কয়লা শ্রমিকদের আবাসিক এলাকায় গিয়েছেন। সেখানে ওয়েন চিয়া পাও স্থানীয় অধিবাসীদের সঙ্গে বসন্ত উত্সব উদযাপন করেছেন। এখানে স্থানীয় অধিবাসীদের জীবন কষ্টসাধ্য। তিন বছর আগে, প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও এখানকার অধিবাসীদের দেখতে এসেছিলেন। এর পর পরই, চীন সরকার সেখানকার আবাসিক এলাকার সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছিল। কর্মচ্যুত শ্রমিক লিও ইয়াং জিয়েনের বাসায় উয়েন চিয়া পাও বলেছেন,
এখানকার প্রবীণ কয়লা শ্রমিকরা দেশের গঠনকাজে বিরাট অবদান রেখেছেন। কিন্তু বতর্মানে তাদের জীবনের অবস্থা তত ভাল নয়। বাড়ীঘরের অভাব তাদের কাছে সবচেয়ে বড় অসুবিধা। অতীতে আমাদের অর্থনীতি এতটা ভাল ছিল না। এখন আমাদের এই সমস্যা সমাধানের ক্ষমতা আছে।
বাস্তবে সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের সাহায্যে সেখানকার বসতির অবস্থার উন্নত হয়েছে। বতর্মানে ১২ লক্ষ অধিবাসী নতুন ভবনে উঠেছেন। তাদের মধ্যে অনেকের জন্য কর্মসংস্থানও সৃষ্টি করা হয়েছে। অদূর ভবিষ্যতে শ্রমিকদের জীবন আরও সুন্দর হবে বলে কথাবার্তায় ওয়েন চিয়া পাও এই আশা প্রকাশ করেছেন।
|