চীনের দৈনিক আইন পত্রিকার একটি খবর থেকে জানা গেছে , চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো বায়ু দূষণ প্রতিরোধ সম্পর্কিত আইন সংশোধনের কাজ শুরু করেছে ।
জানা গেছে , চীনের বায়ু দূষণ প্রতিরোধ আইনে বিষাক্ত গ্যাস নিঃসরনের অনুমতি নেয়ার ব্যবস্থা , দূষনকারীদের আইনগত দায়িত্ব বহন ও শাস্তি ক্ষেত্রে বর্তমান পরিবেশ সংরক্ষণ কাজের চাহিদা মেটাতে পারছে না । তাই এ আইন সংশোধনের সময় বিষাক্ত গ্যাস নিসরণের পরিমান নিয়ন্ত্রণ, নিসরণের অনুমতি ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দূষনকারীদের আরো কঠিন শাস্তি দেয়া ক্ষেত্রেনতুন ধারা সংযোজন করা হবে ।
বর্তমান বায়ু দূষণ প্রতিরোধ আইন ১৯৮৭ সালে গৃহিত হয় । ১৯৯৫ সালে এই আইনের সংশোধন করা হয়েছে । গত বছর চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে অনেক প্রতিনিধি এই আইন সংশোধনের প্রস্তাব দিয়েছেন ।
|