১৭ ফেব্রুয়ারী ছিল চীনের পুরনো চান্দ্র বর্ষের শেষ দিন । এ উপলক্ষেবিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ও বিদেশী চীনারা নানা কর্মসূচীর মাধ্যমে চীনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঐতিহ্যিক উত্সব উদযাপন করেছেন ।
লেবাননে মোতায়েন চীনের শান্তিরক্ষী বাহিনীর সেনানিবাসে অফিসার ও সৈন্যরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । লেবাননে মোতায়েন অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনীর অফিসার ও সৈনিকরাও এই অনুষ্ঠানে অংশ নিয়েছে ।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সেইন নদীর পাশে অবস্থিত চীনা সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তারা ফরাসী বন্ধুদের চীনের ঐতিহ্যিক খাবার চাও চি ও চা খেতে আমন্ত্রণ জানিয়ে এক সঙ্গে উত্সব উদযাপন করেছে । সুইজারল্যান্ডের জেনিভায় পাঁচ শতাধিক প্রবাসীচীনা , অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীরা তাদের বিদেশী বন্ধুদের সঙ্গে একটি বড় সম্মীলনীর আয়োজন করে । অনুষ্ঠানে তারা এক সঙ্গে নাচগান করে ঐতিহ্যিক চীনা খাবার খেয়েছে । ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে চীনের বসন্ত উত্সব উপলক্ষে মিয়াও হুই নামে এক আনন্দ মেলার আয়োজন করা হয়েছে । মেলায় চীনের হস্তশিল্পকর্ম ও স্প্রিংরোলসহ নানা ধরনের চীনা খাবার প্রদর্শিত হয়েছে । স্থানীয় অধিবাসীরাও সোত্সাহে এ সব কর্মসূচীতে অংশ নেয় ।
|