দক্ষিণ-পূর্ব চীনের সিয়ামেন শহরের শুল্ক বিভাগের স্বত্বাধিকার রক্ষার প্রচেষ্টা বিশ্ব শুল্ক বিভাগের প্রশংসা পেয়েছে । কিছু দিন আগে সিয়ামেন শুল্ক বিভাগের দুজন কর্মকর্তা নকল কপি প্রতিরোধে চমত্কার কাজ করেছেন বলে বিশ্ব শুল্কসংস্থার দেয়া শ্রেষ্ঠশুল্ক কর্মীর আখ্যা পেয়েছেন ।
সিয়ামেন হলো দক্ষিণ-পূর্ব চীনের একটি বন্দর শহর । সাম্প্রতিক বছরগুলোতে সিয়ামেনের শুল্ক বিভাগ স্বত্বাধিকার রক্ষা ক্ষেত্রে অনেক কাজ করেছে । ২০০৬ সালে এ শুল্ক বিভাগ মোট ৪১৬টি স্বত্বাধিকার লংঘন মামলা নিষ্পত্তি করেছে । এ সব মামলায় বাদীপক্ষের জন্য মোট সাড়ে তিন কোটি ইউয়ান উদ্ধার করা হয়েছে ।
সিয়ামেন শুল্ক বিভাগ স্বত্বাধিকার রক্ষার জন্য স্থানীয় শিল্প ও বাণিজ্য সংস্থাগুলো , পেটেন্ট ও স্বত্বাধিকার সংস্থা , গণ নিরাপত্তা বিভাগ ও আইন সংস্থার সঙ্গে সহযোগিতা করেছে । তারা তথ্য বিনিময় , কর্মী ট্রেনিং, প্রচার অভিযান চালানো ও স্বত্বাধিকার লংঘন মামলার বিচারে সহযোগিতা করে এ সাফল্য অর্জন করেছে ।
|