১৭ ফেব্রুয়ারী বসন্ত উত্সবের আগে চীনের রেলপথের পরিবহণ সুষ্ঠুভাবে শেষ হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের ধারণা, চলতি বছর বসন্ত উত্সবের আগেই চীনের রেলপথে যাত্রীদের যাতায়াতের পরিমাণ রেকর্ড সংখ্যক হবে।
জানা গেছে, ৩ ফেব্রুয়ারী থেকেই বসন্ত উত্সব উপলক্ষে চীনের রেলপথে পরিবহণের কাজ শুরু হয়, যাত্রীর সংখ্যা বাড়ানোর প্রবণতা এখনো বজায় রয়েছে। এক দিনে সবচেয়ে বেশী যাত্রী সংখ্যা ছিল প্রায় ৪ বিলিয়ন।
কারণ চীনা চান্দ্র বর্ষের নববর্ষ অর্থাত বসন্ত উত্সব উপলক্ষে পরিবারের সবার এক সঙ্গে হবার রীতি রয়েছে। প্রতি বছর বসন্ত উত্সবে রেল পথে যাত্রী সংখ্যা খুব বেশী বেড়ে যায়। চীনের রেল-পথ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, চলতি বছরের বসন্ত উত্সবের পর যাত্রী সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ হবে।
|