ইরাকে আরও বেশি সৈন্য পাঠানো সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ যে প্রস্তাব পেশ করেছেন ৪ দিন তর্কবিতর্কের পর ১৬ ফেব্রুয়ারী মার্কিন কংগ্রেসে তার বিরুদ্ধে এক খসড়া প্রস্তাবগৃহিত হয়েছে । বিরোধী প্রস্তাবেরএর স্বপক্ষে ২৪৬টি ভোট আর বিপক্ষে ১৮২টি ভোট পড়ায় খসড়া প্রস্তাবটিগৃহিত হয় ।
ডেমোক্রাটিক পার্টির একজন সংসদ সদস্য ১২ ফেব্রুয়ারী খসড়া প্রস্তাবটি পেশ করেছেন । খসড়া প্রস্তাব অনুযায়ী কংগ্রেস মার্কিন নাগরিকদের মধ্যে পূর্ব থেকেই যারা ইরাকে ছিল বা এখনো আছে এমন মার্কিন সৈন্যকে সমর্থন করবে । ১০ জানুয়ারী বুশ ইরাকে আরও ২০ হাজার সৈন্য পাঠাবেন বলে যে প্রস্তাব পেশ করেছেন মার্কিনকংগ্রেস তার বিরোধিতা করেছে ।
প্রতিনিধি পরিষদের স্পীকার ও ডেমোক্রাটিক পার্টির সংসদ সদস্য ন্যানসিপেলোসি বলেছেন , খসড়া প্রস্তাবটিগৃহিত হওয়া থেকে প্রমাণিত হয়েছে যে , ইরাক সমস্যায় যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন হবে । ইরাকে যুদ্ধের অবসান হবে । যাতে মার্কিনবাহিনী স্বদেশে ফিরে যেতে পারে ।
কিন্তু একই দিন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে , যুক্তরাষ্ট্র পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের তিন মাস আগেই ইরাকে প্রায় ১০০০ সৈন্যের একটি দল পাঠাবে । যাতে বাগদাদে নিরাপত্তা কার্যক্রম চালানোর ক্ষেত্রে পরিচালনা, নিয়ন্ত্রণ এবং তথ্য ও পর্যবেক্ষণ সহ নানা ধরণের সাহায্য সরবরাহ নিশ্চিতকরা যায় ।
|