১৮ ফেব্রুয়ারী হবে চীনের ঐতিহ্যিক উত্সব-- বসন্ত উত্সব । চীনের বিভিন্ন অঞ্চল এখন উত্সবের আনন্দে মুখরিত । চীনা মানুষরা এই উত্সব উদযাপন করতে শুরু করেছে।
ঐতিহ্য অনুযায়ী বসন্ত উত্সবকালে চীনারা বাবা মা ও পরিবারপরিজনদের সঙ্গে মিলনের উদ্দেশ্যেবাড়িতে ফিরে যায় । এক পরিসংখ্যানে জানা গেছে , এ বছরের বসন্ত উত্সবের আগে বা পরে প্রায় ১০ কোটি চীনা মানুষ রেল গাড়িতে যাতায়াত করেন । বসন্ত উত্সব ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যারা বাড়িতে ফিরে যেতে চান তাদের মধ্যে অধিকাংশই এখন বাড়িতে পরিবারপরিজনদের সঙ্গে মিলিত হয়েছেন । আজ রাতে পরিবারে পরিবারে চীনারা এক সঙ্গে বসে উত্সবের খাবার খাবেন এবং সি সি টিভির সরাসরি সম্প্রচার সান্ধ্যকালীন অনুষ্ঠান উপভোগ করবেন এবং চীনা নববর্ষের আগমণকে স্বাগত জানাবেন ।
তাছাড়া বিভিন্ন অঞ্চলে লন্ঠন মেলা, ফুলের মেলা আর মিয়াও হুই মেলা সহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে উত্সবের আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হবে ।
আর্থিক দিক থেকে যারা অসুবিধার মধ্যে রয়েছে তারা যাতে সুখশান্তিতে বসন্ত উত্সব কাটাতে পারে চীনের বিভিন্ন স্থানীয় সরকার তাদেরকে ত্রাণ সামগ্রী প্রদান করেছে এবং নানা ধরণের সাহায্য প্রদানের ব্যবস্থা করেছে।
|