.jpg)
চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব উদযাপন উপলক্ষ্যে সম্প্রতি বাংলাদেশের কুংফু সমিতি কুংফু প্রতিযোগিতা ও কক্সবাজার কুংফু স্কুল প্রতিষ্ঠাসহ ধারাবাহিক কর্মসূচী নিয়েছে। বাংলাদেশস্থ চীনের সাংস্কৃতিক কাউন্সিলার লিউ সান চেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তা ছাড়া বাংলাদেশের কুংফু সতিমির চেয়ারম্যান, প্রবীন সৈনিক সমিতির চেয়ারম্যান এবং চট্টগ্রাম শুটিং ক্লাবের মহাসচিবসহ বিভিন্ন ক্ষেত্রের কুংফু অনুরাগী ৮০০ জনেরও বেশি লোক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
কাউন্সিলার লিউ বলেছেন, কুংফু হচ্ছে চীনা জাতির শ্রেষ্ঠ ঐতিহ্যিক সংস্কৃতি। কুংফু চীনা জনগণ ও বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মৈত্রী বাড়ানোর সেতুতে পরিণত হয়েছে। চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবের জন্য বাংলাদেশের কুংফু সমিতি কুংফুর মাধ্যমে বন্ধুত্বকে দৃঢ় করার যে উদ্যোগ নিয়েছে তার বিশেষ তাত্পর্য রয়েছে। আমরা আন্তরিকভাবে আশা করি, বাংলাদেশের কুংফু সমিতি ও কুংফু স্কুল ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে এবং আরো বেশি বাঙালি বন্ধুরা চীনের কুংফু পছন্দ করবেন ও তার বিস্তারে অবদান রাখবেন।
|