v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-16 20:07:38    
নামিবিয়ার প্রেসিডেন্ট হিফিকেপুনইয়ে পোহাম্বা

cri
    হিফিকেপুনইয়ে পোহাম্বা ১৯৩৫ সালের ১৮ আগস্ট নামিবিয়ার ওহান্গওয়েনা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি মস্কোয় সমাজতত্ত্ব ও রাজ্যশাসন বিষয়ে উচ্চতা ড্রিগ্রী লাভ করেন। গত শতাব্দীর ৫০ দশকের শেষ দিকে তিনি দক্ষিণ-পশ্চিম আফ্রিকান গণ সংস্থার প্রতিষ্ঠার বিষয়ে যোগ দেন। ১৯৬১ সালে স্বাধীন তা যুদ্ধে যোগ দেয়ার কারণে তাঁকে গ্রেফতার করা হয়। মুক্ত হওয়ার পর তিনি বিদেশে আশ্রয় নেন। ১৯৯০ সালে নামিবিয়া স্বাধীন হওয়ার পর তিনি যথাক্রমে স্বারাষ্ট্র মন্ত্রী, মত্স্য ও সমুদ্র শক্তি সম্পদ বিষয়ক মন্ত্রী এবং ভূমি ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি দক্ষিণ-পশ্চিম আফ্রিকান গণ সংস্থার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি এ সংস্থার ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ২০০৪ সালের নভেম্বর মাসে তিনি নামিবিয়ার প্রেসিডেন্টের পদে নিযুক্ত হন। ২০০৫ সালের মার্চ মাসে তিনি শপথ গ্রহণ করেন।

    ১৯৯৮ সালের এপ্রিল মাসে তিনি দক্ষিণ-পশ্চিম আফ্রিকান গণ সংস্থার সম্পদক হিসেবে চীন সফর করেন। ২০০৫ সালের ডিসেম্বর মাসে তিনি আবার চীন সফর করেন।