v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-16 20:06:48    
মোজাম্বিকের প্রেসিডেন্ট আর্মান্ডো এমিলিও গুয়েবুজা

cri

     আর্মান্ডো এমিলিও গুয়েবুজা ১৯৪৩ সালের ২০ ফেব্রুয়ারী মোজাম্বিকের নাম্পুলা প্রদেশে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি মোজাম্বিকের আফ্রিকান হাইস্কুল সমিতির চেয়ারম্যান হন।

    গুয়েবুজা ১৯৬৩ সালে মোজাম্বিক মুক্তি ফ্রন্টে যোগ দেন। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি মোজাম্বিক মুক্তি ফ্রন্টের কেন্দ্রীয় কমিশনার ও নির্বাহী কমিশনার ছিলেন। ১৯৭১ সালে তিনি মোজাম্বিক মুক্তি ফ্রন্টের সশস্ত্র বাহিনীর প্রধান রাজনৈতিক কমিশনার নিযুক্ত হন।

    ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি মোজাম্বিকের অন্তর্বর্তীকালীন সরকার ও প্রথম সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। ১৯৭৭ সালের ফেব্রুয়ারী মাসে মোজাম্বিক মুক্তি ফ্রন্ট মোজাম্বিক মুক্তি ফ্রন্ট পার্টি নামে পরিচিত হয়। পরে তিনি কেন্দ্রীয় কমিশনার, স্থায়ী রাজনৈতিক কমিশনার ও কেন্দ্রীয় তত্ত্বাবধান আর পরীক্ষা কমিশনের সম্পাদক পদে নিযুক্ত হন। ১৯৭৭ সালের জুন মাসে তিনি উপপ্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্রমন্ত্রণালয়ের রাজনৈতিক কমিশনারের দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে তিনি সোফালা প্রদেশের গর্ভনর ছিলেন। ১৯৮৩ সালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি একটানা দুইবার পরিবহণমন্ত্রী ছিলেন।

    তিনি ২০০২ সালের জুন মাসে তিনি মোজাম্বিক মুক্তি ফ্রন্ট পার্টির সম্পাদক পদে নিযুক্ত হন। সঙ্গে সঙ্গে তিনি ২০০৪ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রাথী হন।

    ২০০৪ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসে তিনি শপথ গ্রহণ করেন। ১৯৭৫ সালে স্বাধীন হওয়ার পর তিনি মোজাম্বিক তৃতীয় প্রেসিডেন্ট হন। ২০০৬ সালের নভেম্বর মাসে, মোজাম্বিকের মুক্তি ফ্রন্ট পার্টির নবম জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন।

    ২০০৩ সালের এপ্রিল মাসে তিনি চীন সফর করেন।গুয়েবুজার চার ছেলেমেয়ে রছেছে।