১৫ ফেব্রুয়ারী পিপলস ডেইলি পত্রিকার এক খবরে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের গতবছর গৃহীত চীনের মোট ৮৩টি জেলায় তাদের ৯ বছরের বাধ্যতামূলক শিক্ষা ও তরুণ-তরুণীদের নিরক্ষরতা দূরীকরণ সংক্রান্ত দু'টি লক্ষ বাস্তবায়িত হয়েছে। এছাড়াও , বর্তমানে চীনের ৯৬ শতাংশ জেলায় তা সাফল্যের সঙ্গে তাদের কাজ শেষ হয়েছে।
গতবছর, চীনের গ্রামীণ দরিদ্র অঞ্চলে বিভিন্ন পর্যায়ের বাধ্যতামূলক শিক্ষা ও বিবিধ ফি এবং বই কেনার খরচ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জীবনযাপনের খরচ দেয়া হয়েছে। যাতে কৃষকদের অর্থনৈতিক ভার কমানো যায় এবং গ্রামীণ শিশুদের শিক্ষাগ্রহণের হার আরো বাড়ানো যায়। ফলে গ্রামীণ দরিদ্র অঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে।
এছাড়াও চীনের ৯৩টি জেলায় এ দু'টি লক্ষ এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এসব জেলা গুরুত্বপূর্ণভাবে চীনের পশ্চিমাঞ্চলের ৬টি দরিদ্র অঞ্চলে অবস্থিত। চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, এ বছরের শেষ দিকে সারা দেশে এ দু'টি লক্ষ সার্বিকভাবে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
|