১৫ ফেব্রুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে , চীনের দরিদ্র কৃষকদের প্রশিক্ষণ দেয়া সংক্রান্ত কর্মসূচী চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা১৬.৫ লাখে দাঁড়িয়েছে । তাদের মধ্যে ১২.৭ লাখ লোক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে ।
এই কর্মসূচী অনুযায়ী , দরিদ্র কৃষকদের পেশাগত শিক্ষা আর কৃষির ওপর প্রায়োগিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে তাদের গুণগত মান , কর্মসংস্থান ও উদ্ভাবনের ক্ষমতা জোরদার করা হবে এবং তাদের আয় বাড়ানো হবে । গত বছর এই কর্মসূচী আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । ২০১০ সালের শেষ নাগাদ ৫০ লাখেরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র কৃষক কর্মসংস্থানের সুযোগ লাভ করবেন ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনের গ্রামাঞ্চলে দরিদ্র লোকের সংখ্যা এখনো শুধু ২.৩ কোটি । তারা অত্যন্ত পিছিয়ে-থাকা অঞ্চলগুলোতে বসবাস করেন । সুতরাং তাদের দারিদ্র্য বিমোচন করাও কষ্টসাধ্য ।
|