ফ্রান্সে ২৪তম ফ্রান্স-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বুর্কিনাফাসোর প্রেসিডেন্ট ব্লেইস কম্পাওরে ১৫ ফেব্রুয়ারী এই মত প্রকাশ করেছেন যে , বৈদেশিক বাণিজ্যের ক্রমাগত অবনতিতে আফ্রিকার আমদানি ও রফতানির ক্ষেত্রে ভারসাম্য হারিয়েছে এবং ঋণের ভার বেড়ে গেছে । এতে আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক বিকাশ ক্ষুন্ন হয়েছে ।
কম্পাওরে এবারের এই শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন । তিনি বলেছেন , আফ্রিকা পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ , কিন্তু আফ্রিকা বিশ্ব বাণিজ্যে পিছিয়ে রয়েছে । তিনি মনে করেন যে , আফ্রিকার দেশগুলো অতিরিক্ত কাঁচামাল রফতানি করার দরুণ শক্তিশালী প্রাথমিক পণ্যদ্রব্যের প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে সক্ষম হয় নি ।
পাশ্চাত্ত্রের শিল্পোন্নত দেশগুলো আন্তর্জাতিক কাঁচামাল বাজারে দাম কমানোর যে অপচেষ্টা চালিয়ে আসছে , কম্পাওরে তার সমালোচনা করেছেন । ইউরোপ ও আমেরিকার দেশগুলো নিজ নিজ দেশের কৃষি ক্ষেত্রে বড় অংকের ভর্তুকী প্রদান করার জন্য আন্তর্জাতিক কৃষি দ্রব্য বাজারে দাম কমানো এবং আফ্রিকার দেশগুলোর কৃষি দ্রব্যের রফতানি ক্ষুন্ন করার যে অপচেষ্টা চালাচ্ছে , তিনি সে সম্পর্কেও অভিযোগ করেছেন ।
|