চীনের কেন্দ্রীয় ব্যাংক- চীন গণ ব্যাংক ১৬ ফেব্রুয়ারী সিদ্ধান্ত নিয়েছে যে , ২৫ ফেব্রুয়ারী থেকে ব্যাংকিং বিভাগে চীনের রেনমিনপি'র আমানতের সংরক্ষিত জমার অনুপাত ০.৫ শতাংশ বৃদ্ধি পাবে ।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে , চীনের আন্তর্জাতিক আয় ও ব্যয়ের ক্ষেত্রে এখনো বেশি উদ্বৃত্ত বিরাজ করছে । সুতরাং কেন্দ্রীয় ব্যাংক আমানতের সংরক্ষিত জমার অনুপাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে , যাতে অর্থনৈতিক ক্ষেত্রে সার্বিক জরীপ ও নিয়ন্ত্রণের ফলপ্রসূতা সুসংহত করা যায় ।
এ বছরের জানুয়ারী মাসের শেষ নাগাদ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় রেনমিনপি'র আমানতের পরিমাণ ১৬ শতাংশ বেড়ে গেছে । একই মাসে চীনের বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত১৫.৮৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । রফতানির মূল্য গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে ।
|