পেইচিং মহানগরীর ভাইস মেয়র , পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান লিউ চিং মিন সম্প্রতি বলেছেন , পেইচিং অলিম্পিক গেমসের টিকেট দামের ব্যাপারে দ্বৈত ব্যবস্থা প্রবর্তন করা হবে না , দেশী-বিদেশী একই দাম হবে ।
পেইচিং অলিম্পিক গেমসের টিকেটের দাম প্রসঙ্গে তিনি বলেছেন , গত এক বছরেরও বেশি সময় ধরে পেইচিং অলিম্পিক গেমসের টিকেটের দাম ইন্টারনেটের পরিদর্শনসহ বারংবার জরীপ করার ভিত্তিতে ব্যাপক জনতার চাহিদা অনুসারে নির্ধারণ করা হয়েছে ।
তিনি বলেছেন , জরীপ থেকে বোঝা যায় , বর্তমানে শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের ভোগের মান বিবেচনা করে পেইচিং অলিম্পিক গেমসের টিকেট অল্প দামে বিক্রি করা হবে । এই দাম এথেন্স ও সিডনী অলিম্পিক গেমসের চেয়েও কম হবে । গেমসের যাবতীয় প্রতিযোগিতার মধ্যে ৫৮ শতাংশ প্রতিযোগিতার টিকেটের দাম এক শো ইউয়ানেরও কম ।
|