১৫ ফেব্রুয়ারী চীনের প্রেসিডেন্ট হু চিন থাও মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । নেতৃত্বয় চীন-মার্কিন সম্পর্ক এবং কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যাসহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন ।
হু চিন থাও বলেছেন, বিভিন্ন পক্ষের প্রয়াসে ইতোমধ্যেই ছ'পক্ষীয় বৈঠকে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে এবং যৌথ দলিল গৃহীত হয়েছে । তা হচ্ছে কোরিয় উপদ্বীপের পরমাণু অস্ত্র মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি । সার্বিকভাবে যৌথ দলিল বাস্তবায়ন করা কোরিয় উপদ্বীপ এবং উত্তরপূর্ব এশিয়ার স্থিতিশীলতার সংরক্ষণে গুরুত্বপূর্ণ তাত্পর্যবহ এবং বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ । চীন যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ বিনিময় ও সহযোগিতা বজায় রেখে যৌথ দলিল আর চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের যৌথ বিবৃতি বাস্তবায়ন , কোরিয় উপদ্বীপের পরমাণু অস্ত্র মুক্তকরণ ত্বরান্বিত করা এবং কোরিয় উপদ্বীপ এবং উত্তরপূর্ব এশিয়ার দীর্ঘকালের স্থিতিশীলতা বাস্তবায়ন করার জন্য গঠনমূলক ভুমিকা পালন করবে ।
বুশ বলেছেন, বিভিন্ন পক্ষের গঠনমূলক সহযোগিতার মাধ্যমে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যায় সুষ্ঠু অগ্রগতি অর্জিত হয়েছে এবং কোরিয় উপদ্বীপের পরমাণু অস্ত্র মুক্তকরণ বাস্তবায়নে সুযোগ এনে দিয়েছে । যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে যৌথ দলিলের বাস্তবায়নকে ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
|