আন্তর্জাতিক বিখ্যাত জরুরী ডাক ব্যবস্থাকারী এবং আনুষঙ্গিক পরিসেবা ব্যবসায়ী ডি.এইচ.এল সম্প্রতি বলেছে, আগামী কয়েক বছরে, এ কোম্পানি চীনে আরও ১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে । যাতে তার পক্ষে চীনের বাজারের সর্বাধিক স্থান সুনিশ্চিত করা সম্ভব হবে ।
জানা গেছে, এ পুঁজি বিনিয়োগ সংক্রান্ত পরিকল্পনা গুরুত্বপূর্ণভাবে চীনে অবকাঠামো ব্যবস্থা নির্মাণের অন্তর্ভূক্ত । তারা পরিসেবা কেন্দ্র স্থাপনসহ কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করবে।
২০০১ ও ২০০৬ সালে, ডি.এইচ.এল চীনে পুঁজি বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে । যা এশিয়া আর প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের মোট পুঁজি বিনিয়োগের ৫০ শতাংশেরও বেশি।
|