ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় গাজায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র দাখিল করেছেন । আব্বাস তা গ্রহণ করেছেন এবং হানিয়াকে নতুন জাতীয় যৌথ সরকার গঠন করার দায়িত্ব দিয়েছেন ।
আব্বাস হানিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশ্লিষ্ট প্রস্তাব ও ফিলিস্তিন মুক্তি সংস্থার স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির প্রতি সম্মান প্রদর্শন এবং ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি মেনে নেয়ার দাবি জানিয়েছেন । হানিয়া এ দায়িত্ব গ্রহণের পর বলেছেন , তিনি এদিন থেকেই ফিলিস্তিনের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করবেন , যাতে যত তাড়াতাড়ি সম্ভব যৌথ সরকার গঠন করা যায় ।
অন্য আরেক খবরে জানা গেছে , মার্কিন হোয়াইটহাউসের মুখাপত্র টনী স্নো ১৫ ফেব্রুয়ারী বলেছেন , নতুন গঠিত ফিলিস্তিন সরকারকে ইসরাইলের অস্তিত্বের স্বীকৃতি দিতেই হবে , ইসরাইলের বিরুদ্ধে সব হিংসাত্মক তত্পরতা বন্ধ করতে হবে এবং দু'পক্ষের স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি মেনে চলতে হবে ।
তুরস্ক সফররত ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ১৫ ফেব্রুয়ারী বলেছেন , নতুন গঠিত ফিলিস্তিনের যৌথ সরকারের উচিত মধ্য-প্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট চার পক্ষের প্রস্তাবিত নীতি অনুযায়ী হিংসাত্মক তত্পরতা বন্ধ করা , ইসরাইলকে স্বীকৃতি দেয়া এবং ফিলিস্তিন ও ইসরাইলের স্বাক্ষরিত শান্তি চুক্তি গ্রহণ করা ।
|