চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান হান ছি দে ১৬ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , চীন বিদেশে লেখাপড়া চীনা ছাত্রছাত্রীদের জন্য আরো সুবিধাজনক সুযোগ দেবে এবং দেশের আধুনিকায়নে তাদেরকে বিভিন্ন উপায়ে নতুন অবদান রাখার জন্যও স্বাগত জানাবে ।
আসন্ন চীনের ঐতিহ্যিক উত্সব-বসন্ত উত্সব উপলক্ষে হান চি দে এদিন চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে বিদেশে অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বলেছেন , বিদেশে লেখাপড়া করা চীনা ছাত্রছাত্রীরা চীনের মানব সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অর্থনীতি ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত করার প্রধান শক্তি । বিদেশে তাদের লেখাপড়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী চীনের আধুনিকায়ন প্রক্রিয়া ও বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
গত শতাব্দির ৭০ দশক থেকে এখন পর্যন্ত মোট ৭ লাখ চীনা বিদেশে লেখাপড়া করছে । গত দশ বছরে তাদের মধ্যে প্রায় ২ লাখ ছাত্রছাত্রী আধ্যয়ন শেষে দেশের উন্নয়নের স্বার্থে দেশে ফিরে এসেছেন ।
|