ভারতের পশ্চিম বাংলার ধানারপারা জেলার শ্রোতা মানিরুল ইসলাম তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের বসতি বর্গ কিলোমিটায় কত লোক বসবাস করে? উত্তরে বলছি, আপনারা জানেন, চীন একটি বিশাল দেশ। সুতরাং বিভিন্ন জায়গায় জনসংখ্যার ঘনতা ভিন্ন। চীনের উপকূলীয় অঞ্চলে জনসংখ্যার ঘনতা বেশী। চীনের সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকায় জনসংখ্যার ঘনতা অপেক্ষাকৃত কম। চীনের পূবার্ঞ্চলের জনসংখ্যার ঘণতা চীনের পশ্চিমাঞ্চলের চাইতে আট গুণও বেশী। চীনের পঞ্চম জাতীয় আদমশুমারী অনুযায়ী, চীনের পূর্বাঞ্চলে অথাত চীনের উন্নত অঞ্চলে প্রতি বগর্কিলোমিটায় ৪৫২.৩ জন লোক বসবাস করে, চীনের মধ্য অঞ্চলে প্রতি বগর্কিলোমিটায় ২৬২.২ জন লোক বসবাস করে এবং চীনের পশ্চিমাঞ্চলে অতার্ত চীনের অনুন্নত অঞ্চলে প্রতি বগর্কিলোমিটায় ৫১.৩ জন লোক বসবাস করে। চীনের সিছুয়েন প্রদেশ, চিয়াংসু প্রদেশ এবং হোনান প্রদেশে জনসংখ্যার ঘনতা সবচেয়ে বেশী । কিন্তু চীনের ছিনহাই প্রদেশ , আন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল, সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে লোক সংখ্যা অপেক্ষাকৃত কম।
চুয়াডাঙ্গা জেলার শ্রোতা সকাল আহমেদ শাহীন তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের আইন সভার নাম কি? চীনের আইন সভায় কতটি আসন সংরক্ষিত আছে? উত্তরে বলছি, গণ প্রজাতন্ত্রী চীনের জাতীয় গণ কংগ্রেম হচ্ছে রাষ্ট্র-ক্ষমতার উচ্চতম সংস্থা এবং আইনের অধিকার কাযর্করী করার ব্যাপারে জনগণের প্রতিনিধিত্বকারী একমাত্র সংস্থা। প্রদেশের, স্বায়ত্তশাসিত অঞ্চলের ও কেন্দ্রশাসিত শহরের গণ কংগ্রসগুলো ও গণ মুক্তিফৌজ কতৃর্ক নিবার্চিত প্রতিনিধিদের নিয়ে জাতীয় গণ কংগ্রেস গঠিত। গণতান্ত্রিক পরামর্শের মাধ্যমে গোপন ভোটদান প্রথায় প্রতিনিধিদের নিবর্চন করা হয়। প্রতিনিধিদের মধ্যে নারীর সংখ্যা শতকরা ২১,২ ভাগ আর সংখ্যালঘু জাতির লোদের সংখ্যা শতকরা ১০.৯ ভাগ। জাতীয় গণ কংগ্রেস পাঁচ বছরের মেয়াদে নিবার্চত হয়। বিশেষ অবস্থায় এর মেয়াদ বাড়ানো যেতে পারে অথবা নিদির্ষ্ট সময়ে আগেই পরবর্তী জাতীয় গণ কংগ্রেস অনুষ্ঠিত করা যেতে পারে। বছরে একবার করে জাতীয় গণ কংগ্রেসের অধিবেশন হয়। প্রয়োজন অনুযায়ী অধিবেশন নিদির্ষ্ট সময়ের আগে অনুষ্ঠিত করা যায় বা স্থগিত রাখা যায়। জাতীয় গণ কংগ্রেসের দায়িত্ব ও ক্ষমতা হল, শাসনতন্ত্র সংশোধন করা, আইন প্রণয়ন করা, শাসনতন্ত্র ও আইনের কার্যকরীকরণ তদারক করা, চীনা কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির প্রস্তাবক্রমে রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী নিয়োগ করা, সর্বোচ্চ গণ আদালতের প্রধান ও সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থার প্রধান নিয়োগ করা, জাতীয় অথনৈর্তিক পরিকল্পনা, রাষ্ট্রীয় বাজেট ও চূড়ান্ত রাষ্ট্রীয় হিসাবনিকাশ পরীক্ষা করা ও অনুমোদন করা।জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যানবৃন্দ, মহা সচিব ও কিছু-সখ্যক সদস্য নিয়ে গঠিত। প্রতিটি জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে স্ট্যান্ডিং কমিটি নিবার্চিত হয়। প্রত্যেক মেয়াদে গণ কংগ্রেসের প্রতিনিধির সংখ্যা ভিন্ন । কিন্তু তিন হাজারের কাছাকাছি।
অনুষ্ঠান শেষ করার আগে, একটি বিজ্ঞপ্তি শোনাবো। আগামী মাসের প্রথম দিকে, চীনরে আজধানী পেইচিংএ চীনের জাতীয় কংগ্রেস ও চীনা রাজনৈতিক ও পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। আপনারা যদি এ দুটো অধিবেশন সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। এ দুটো অধিবেশনে চীনের বিভন্ন ক্ষেত্রের নিষয় নিয়ে আলোনচনা হবে। চীনের অথর্নিতি, বাণিজ্য , শিক্ষা, কৃষি, শিল্প সহ নানা বিষয় সম্বন্ধে কোন প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের প্রত্যেক বুধবারের মুখোমুখি বা প্রত্যেক শনিবারের মিতালী অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেয়া হবে।
|