১৪ ফেব্রুয়ারী লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি গুপ্তহত্যার ২তম বার্ষিকী উপলক্ষে হাজার হাজার লেবাননী বৈরুতের কেন্দ্রীয় শহীদ চত্বরে মিছিল করে স্মরণীয় কর্মসূচীতে অংশ নিয়েছে ।
অংশগ্রহণকারীরা লেবাননের জাতীয় পতাকা এবং হারিরির ছবি নিয়ে উচ্চস্বরে স্লোগান দিয়েছে । লেবাননের সংসদের সংখ্যালাঘষ্ট দলের প্রধান হারিরির ছেলে সাদ আল-হারিরি এ সময় লেবাননের বিভিন্ন দলকে ঐক্যবদ্ধ হয়ে সংলাপ জোরদারের আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন, হারিরির গুপ্তহত্যা ঘটনা নিয়ে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করা হচ্ছে লেবাননের বর্তমান সংকট সমাধানের একমাত্র উপায় ।
বিভিন্ন দলের সমর্থকদের মধ্যেকার সংঘর্ষ এড়ানোর লক্ষে কেন্দ্রীয় চত্বরে নির্দিষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ।
|