১৪ ফেব্রুয়ারী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু ডাইনাহ্ জানিয়েছে যে, ১৫ ফেব্রুয়ারী ফিলিস্তিন যৌথ সরকারের প্রতিষ্ঠা সম্পর্কে ফিলিস্তিনীদের উদ্দেশ্যে দেয় আব্বাসের ভাষণ স্থগিত করা হয়েছে ।
ইস্রাইলের হারেহজ পত্রিকায় বলা হয়েছে, আব্বাসের ভাষণ স্থগিত করার কারণ হল ফাতাহ্ এবং হামাসের মধ্যেকার উত্তেজনাময় সম্পর্কের আরো গুরুতর আকার ধারণ করা । পত্রিকায় আরো বলা হয়েছে, ফিলিস্তিনের একজন কর্মকর্তা বলেছেন, যৌথ সরকার প্রতিষ্ঠায় হামাস কয়েকটি অগ্রহণযোগ্য শর্ত আরোপ করেছে । বর্তমান নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং হামাসের নেতৃত্বাধীন সশস্ত্র যোদ্ধাদের মধ্যেকার মতভেদ চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।
আব্বাস এবং ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ের মধ্যে যৌথ সরকার প্রতিষ্ঠা সম্পর্কে মতভেদ থাকার কথা ডাইনাহ্ অস্বীকার করেছেন । তিনি বলেছেন, ১৫ ফেব্রুয়ারী আব্বাস গাজায় হানিয়ার সঙ্গে বৈঠক করবেন এবং সংসদ সদস্যদের মননোয়নপত্র দেবেন । এরপর তিনি সকল ফিলিস্তিনীর উদ্দেশ্যে ভাষণ দেবেন ।
|