আফগানিস্তানে ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ১৪ ফেব্রুয়ারী বলেছে, ন্যাটোর বিমান বাহিনী এদিন সকালে দক্ষিণ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে এক বিমান হামলায় তালিবানের ১১জন সদস্যকে হত্যা করেছে।
আফগানিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আফগানিস্তানের প্রায় দশজন নিরীহ নাগরিক বিমান হামলায় নিহত হয়েছে। এর জন্য আফগানিস্তানে ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে বলেছে, বিমান হামলার আগে ন্যাটোর সৈন্য হামলার স্থলে দীর্ঘদিনের পর্যবেক্ষণ করেছে। তারা এই স্থানটিকে তালিবান সশস্ত্র ব্যক্তিদের মিলন কেন্দ্র বলে স্বীকৃতি দিয়েছে।
সম্প্রতি আফগানিস্তানে কয়েকটি সশস্ত্র সংঘর্ষ ও আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শোরও বেশি লোক নিহত হয়েছে। বর্তমানে আফগানিস্তানে ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য বাহিনী ও আফগানিস্তানের সরকারী বাহিনী এর ওপর প্রতি-আক্রমণ চালাচ্ছে।
|