.jpg)
"চীন-ভারত পর্যটন মৈত্রী বর্ষ" কর্মসূচীর উদ্বোধনী ১৪ ফেব্রুয়ারী ভারতের রাজধানী নয়া দিল্লীতে অনুষ্ঠিত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং, ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি এবং পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী অমবিকা সোনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং তাঁর ভাষণে বলেছেন, "চীন-ভারত পর্যটন মৈত্রী বর্ষ" হচ্ছে দু'দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্যের প্রতীক। এ কর্মসূচীর মাধ্যমে দু'দেশের বেসরকারী ক্ষেত্রের বিনিময়কে জোরদার করা, পারস্পরিক সমঝোতা বাড়ানো, মৈত্রী সুসংবদ্ধ করা হচ্ছে দুটি বড় সভ্যতার বিনিময়ের জন্য অনুকূল। বিভিন্ন কর্মসূচী সুষ্ঠুভাবে আয়োজনের জন্য চীন ভারতের সঙ্গে মিলিতভাবে চেষ্টার পাশাপাশি চীন ও ভারতের কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নের জন্যও অবদান রাখবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী মুখার্জি বলেছেন, চীন ও ভারতের পর্যটন শিল্পকে জোরদার করা হচ্ছে দু'দেশের জনগণের মৈত্রী বাড়ানো। তিনি আন্তরিকভাবে "চীন-ভারত পর্যটন মৈত্রী বর্ষ" কর্মসূচীর সাফল্য কামনা করেন, যাতে চীন ও ভারতের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়।
|