১৪ ফেব্রুয়ারী বৃটেনের প্রধানমন্ত্রী টনী ব্লেয়ার সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কার্জাই'র সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেছেন, তালিবানদের নিমূল করা হবে ।
তিনি বলেছেন, তালিবানের ওপর আঘাত হানা হচ্ছে একটি যৌথ যুদ্ধ । বৃটিশ বাহিনীসহ আফগানিস্তানে মোতায়েন বহু দেশীয় বাহিনী এ যুদ্ধে তাদের জয় সুনিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে । তিনি বলেছেন, ২০০১ সাল থেকে আফগানিস্তানে তাদের বিরাট অগ্রগতি অর্জিত হয়েছে ।
কার্জাই বলেছেন, বর্তমানে আফগানিস্তানের সম্মুখীন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মাদকদ্রব্যের চোরাচালান ও সন্ত্রাসবাদ । তিনি আশা করেন, তালিবানের ওপর আঘাত হেনে যত তাড়াতাড়ি সম্ভব জয় অর্জন করতে সক্ষম হবেন ।
|