v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-15 17:22:30    
তুর্কমেনিস্তান " দ্বীতীয় নিয়াজোভ" যুগে প্রবেশ করেছে

cri
    তুর্কমেনিস্তান কেন্দ্রীয় নির্বাচন কমিটি ১৪ ফেব্রুয়ারী বলেছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গুর্বুনগালি বের্দিমুখামেদভ ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিরংকুশ ভোট পেয়ে তুর্কমেনিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট একজন বিশ্লেষক বলেছেন, এটি হলো তুর্কমেনিস্তানের মধ্য এশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাসের দেশ হিসেবে " দ্বীতীয় নিয়াজোভ" যুগে প্রবেশ করা।

    তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট সাপারমুরাত নিয়াজোভকে " তুর্কমেনিস্তানের পিতা" বলা হয়। গতবছরের শেষ দিকে , তিনি হঠাত্ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । সে সময় আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত মনে করেছিল হঠাত্ তার মারা যাবার পর , তুর্কমেনিস্তানে তাত্ক্ষণিকভাবে আরেক জনের তাঁর ক্ষমতা গ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে দেশের সর্বোচ্চ ক্ষেত্রের জন্য নেরাজ্যের সৃষ্টি হতে পারে। । একই সঙ্গে বিদেশে আস্থানকারী সরকারের বিরোধী দলের নেতারাও " বিপ্লব" শুরু করার কথা ঘোষণা করেছে। যাতে তুর্কমেনিস্তানের " গণতান্ত্রিকায়ণ প্রক্রিয়াকে " বাস্তবায়ন করা যায়। তাছাড়াও, দেশটির প্রচুর প্রাকৃতিক গ্যাসসম্পদ থাকার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির ভবিষ্যত রাজনৈতিক পরিস্থিতির সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।

    এ ধরণের প্রেক্ষাপটে তুর্কমেনিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী বের্দিমুখামেদভ দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর অধিনায়কের পদে নিযুক্ত হয়েছেন। এ ছাড়াও, তিনি তুর্কমেনিস্তানের গণ কমিটির নির্বাচিত প্রেসিডেন্টের ছ' জন প্রার্থীর মধ্যে অন্যতম। এ কারণে তিনি ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

    সংশ্লিষ্ট বিশ্লেষক আরো বলেছেন, বের্দিমুখামেদভ এবারের নির্বাচনে মোট ৮৯.২৩ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হয়েছেন । যা হলো সবার ভবিষ্যদ্বাণীর অংশ । কারণ , এর আগে নিয়াজোভের ক্ষমতাসীন থাকার সময় , তুর্কমেনিস্তান প্রচুর প্রাকৃতিক সম্পদ আবিস্কার করে এবং " জ্বালানী সম্পদ দেশ" হিসেবে উন্নয়নশীল কৌশলগত নীতি অনুসরণ করেছে। এর ফলে দেশটির সামাজিক স্থিতিশীলতা , অধিবাসীদের জীবন যাত্রার মান অনেক উন্নত হয়েছে। তাই তুর্কমেনিস্তানের অধিকাংশ জনগণও দেশের উত্তরাধিকারীর কাছ থেকে তার আগের নীতি আরও ভালভাবে বাস্তবায়নের আশা প্রকাশ করেছে ।

    বের্দিমুখামেদভ হচ্ছেন নিয়াজোভের সবচে' আস্থাবান উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে নিযুক্তির সময় এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি বহুবার বলেছেন, তুর্কমেনিস্তান অব্যাহতভাবে নিয়াজোভকালের সুনিশ্চিত সামাজিক নীতি অনুসরণ করবে। যাতে প্রতেকই দেশের পূর্ণাঙ্গ সামাজিক কল্যাণে লাভ করতে পারে। এর ফলে নিয়াজোভের অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন অব্যাহত থাকবে। একই সঙ্গে অধিবাসীদের বেতন ও অবসর-প্রাপ্তদের জীবন যাত্রার মান আরও উন্নত করা যায়। তাদের বসতবাড়ীও যাতে দ্রুতভাবে নির্মাণ করা যায়। দেশটি পরস্পরের প্রতি সম্মান, আস্থা এবং পারস্পরিক উপকারীতামূলক ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অংশিদারী সম্পর্কের উন্নয়ন করেছে। এক কথা হচ্ছে " নিয়াজোভকালের নীতি" দৃঢ়ভাবে পালন করায় বের্দিমুখামেদভ দেশের অনেক ভোটদাতার সমর্থন পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ছিল একটি গুরুত্বপূর্ণ বিয়ষ।

    এখন তুর্কমেনিস্তান স্থিতিশীলভাবে " দ্বিতীয় নিয়াজোভ" যুগে প্রবেশ করেছে । সবাই আশা করে, নবনিযুক্ত প্রেসিডেন্ট সাধারণ নির্বাচনের সাফল্যকে ধরে রাখবেন। যাতে তাত্ক্ষণিকভাবে নিজেকে জনগণের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হন।

    বের্দিমুখামেদভ এবারের নির্বাচনে ভোটদাতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কৃষি শিল্প, শিল্প এবং শিক্ষাসহ দেশের সংস্কারের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখবেন । এর মাধ্যমে, সরকার চলমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নে ব্যক্তি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে উত্সাহ দিয়েছে। এর পাশা পাশি দেশের শিক্ষামূলক ব্যবস্থারও সংস্কার করা যায়। বিদেশী শিক্ষা ক্ষেত্রের বিষয়টির পাশা পাশি দেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের বিদেশে পাঠিয়ে লেখাপড়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এসব প্রতিশ্রুতি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় কি না, সে বিষয়ে বের্দিমুখামেদভ জনগণের মনের কথা জানারও চেষ্টা অব্যাহত রাখবেন।