কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরে অবস্থিতি নাননিং ইয়োংখাই গোষ্ঠী হচ্ছে একটি বহুমুখী আধুনিক বেসরকারী শিল্প প্রতিষ্ঠান । কোম্পানি চিনি উত্পাদন, গৃহায়ন, খাদ্যশস্য পরিসেবা ও লোজিস্টিকস সরবরাহসহ বিভিন্ন ব্যবস্থা চালু করে । গোষ্ঠীর নেতৃত্বাধীন ইয়োংখাই লিমিডেট কোম্পানি, চুওছোং শহরের চুওচিয়াং চিনি উত্পাদন কোম্পানি, ইয়োংখাই চিনি লিমিডেট কোম্পানি, ইয়োংখাই গৃহায়ন লিমিডেট কোম্পানি, ইয়োংখাই হোটেল লিমিডেট কোম্পানি , বিনইয়াং জেলার লিথাং ইয়োংখাই হোটেল লিমিডেট কোম্পানি , ইয়োংখাই পরিবহন লিমিডেট কোম্পানিসহ বিভিন্ন ধরনের শাখা কোম্পানি রয়েছে ।
ইয়োংখাই গোষ্ঠী চিনি উত্পাদন শিল্পের ভিত্তিতে গৃহায়ন শিল্পের ওপর গুরুত্ব দেয় । এ গোষ্ঠীর কারখানা প্রতিদিন ২৪ হাজার টন আখ ব্যবহার করে, প্রত্যেক বছর ৩.৫ লাখ টন চিনি উত্পাদন করে । এর পাশাপাশি বার্ষিক ১০ হাজার টন খাদ্য দ্রব্য তৈরী শিল্পে ব্যবহার্য অ্যালকোহল, ৩০ হাজার বর্গমিটার আখের গাছ কাজে লাগিয়ে বাড়িঘর নির্মাণের জন্য তৈরী কাঠবোর্ড এবং ১৫ হাজার টন রাসায়নিক সার উত্পাদন করে। গোষ্ঠীর দু'টি হোটেল তিন তারা পর্যায়ের ব্যবস্থাপনা, প্রশাসন ও পরিসেবা দিতে পারে । গোষ্ঠীর গৃহায়ন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ । নাননিং শহরে গোষ্ঠীর নির্মাণ করা ইয়োংখাই আধুনিক সিটি, ইয়োংখাই আধুনিক গার্ডেনসহ বিভিন্ন বাসভবন গুণগতমানের ডিজাইন ধারণা, সুষ্ঠু পরিসেবা এবং পেশাগত প্রশাসন অধিকার করেছে ।
ইয়োংখাই গোষ্ঠী কুয়াংশি'র একটি বৃহত্তম বেসরকারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে আই.এস.ও ৯০০১ পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছে । উচ্চমানের প্রশাসনিক এবং পেশাগত প্রযুক্তি কর্মী রয়েছে । গোষ্ঠীর চিনি উত্পাদন কোম্পানি উত্পাদিত নানা ধরনের চিনি পরপর বহু বছরে জাতীয় শ্রেষ্ঠ গুণ খাদ্যদ্রব্য পুরস্কার লাভ করে দেশ বিদেশে সুনাম অর্জন করে এবং ব্যাপক ক্রেতাদের প্রশংসা পায় ।
২০০০ সালে গোষ্ঠী কুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের একমাত্র জাতীয় ১০০টি শক্তিশালী বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । ২০০১ সালে নাননিং শহরের বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের শুল্ক দেয়া পুরস্কার লাভ করেছে । ২০০৩ সালে গোষ্ঠীর নেতৃত্বাধীন চুওচিয়াং চিনি উত্পাদন লিমিডেট কোম্পানি ২০০৩ সালে কুয়াংশি ক্রেতা পরিষদের দেয়া আন্তরিক কোম্পানির পুরস্কার লাভ করেছে ।
|